Wednesday, 11 September 2024
Trending

পুজো পরিক্রমা

খুঁটি পূজা সম্পন্ন হল পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটির

নিজস্ব প্রতিনিধি –

নতুন বাহার নিয়ে বাহাত্তর এর পদার্পণ পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি পার্ক সার্কাস ময়দান এর দুর্গা পূজার খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয় গেলো “বাহারে বাহাত্তরের”।

এবার মণ্ডপ গড়ে উটছে তেলেঙ্গানার এক মন্দির এর আদলে সেই সাবেকি পাঁচ চালার প্রতিমা এবারের প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পাল ।

প্রতিবছরের মতন এবার ও একমাস ব্যাপী মেলার আয়োজন থাকছে , থাকছে সংস্কৃতিক অনুষ্ঠান পুজোর পাঁচ দিন,থাকছে নবমীর সকালে কুমারী পুজোর আয়োজন , থাকছে একাদশীর সকালে সিঁদুর খেলা ।

প্রতিবছরের মতন প্রতিমা মান উন্মোচন হবে চতুর্থর বিকেলে এবং নিরঞ্জন শোভাযাত্রা একাদশীর দিন বেরোবে পার্ক সার্কাস ময়দান থেকে যাবে গড়িয়াহাট হয়ে প্রতি বছরের মতন জানালেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অমিয় ভট্টাচার্য্য ও শ্রী হেমন্ত দে মহাশয়।

ক্লাব এর সভাপতি শ্রী দেবাশীষ কুমার মহাশয় সকল কে আওভান জানালেন এই বাহাত্তর বছরটা যাতে বাহারে কাটে।

 

Related posts
পুজো পরিক্রমা

উত্তর কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিট এর সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব আসন্ন গণেশ পুজো উপলক্ষে খুঁটি পূজা সেরে নিল

নিজস্ব প্রতিনিধি – কোলকাতার…
Read more
পুজো পরিক্রমা

খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা মহম্মদ আলী পার্কের

নিজস্ব প্রতিনিধি – মহম্মদ আলি…
Read more
পুজো পরিক্রমা

পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি শারদ উৎসব ১৪৩১ এর সূচনা করল খুঁটি পুজোর মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি – পার্ক সার্কাস…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *