ক্রীড়া সাংবাদিক ক্লাবে অনুষ্ঠিত হলো প্রয়াত ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকারের স্মরণ সভা

Spread the love

সত্যজিৎ চক্রবর্তী –

১৯৯৯ থেকে পথ চলা শুরু ২০২৩ তার ক্রীড়া সাংবাদিকতা জীবনের পথ চলা শেষ হলো হঠাৎ করে। গত ৬ ই ফেব্রুয়ারি সেরিব্রাল অ্যাটাক হয়ে আকস্মিক ভাবে আমাদের ছেড়ে চলে গেলেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক অভিজিৎ সরকার। সম্প্রতি ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রয়াত অভিজিৎ সরকারের এক স্মরণ সভার আয়োজন করা হয়েছিলো। অভিজিৎ ছিলো সকলের কাছে খুব প্রিয় মানুষ, প্রথমে তার লেখালেখি শুরু প্রত্যহিক সংবাদ, দৈনিক স্টেটসম্যান,গণশক্তি ও পরে বর্তমান পেপারে তার শেষ কর্মজীবন ছিলো। এই দিন তাকে নিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী সুজিত বসু, আই অফ এ সচিব সুব্রত দত্ত, সহ সভাপতি সৌরভ পাল, ভাইস প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস থেকে দেবাশিস সরকার, প্রবীর রায় চৌধুরী, সাংবাদিক রাতুল ঘোষ, ক্লাব সম্পাদক শুভেন রাহা বলেন আমার মনে হয় আমাদের সহকর্মীরা প্রয়াত হলে তাদের পরিবারকে এনে সান্তনা দেবার জন্য শোক সভা করা হয়। এর পাশাপাশি আমরা যদি পরিবারের আর্থিক দিকটা নিয়ে কোনো পথ খোঁজার চেষ্টা করি ভালো হয়। বিভিন্ন ক্রীড়াবিদ থেকে খেলোয়াড়, ক্রীড়া সাংবাদিক থেকে পরিবারের বন্ধু ও পরিজন সকলেই এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন। ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাবের সদস্যরা। সকলেই অভিজিতের পরিবারের পাশে থাকা ও তার একমাত্র কন্যার লেখাপড়া ও উচ্চ শিক্ষার জন্যে দায়িত্ব ও আশ্বাস দেন। ঐ সভায় সম্পাদকের বলা কে মান্যতা দিয়ে, সাংবাদিকরা স্বাস্থ্য বিমার উপর জোর দেন। নিউজ বেঙ্গল অনলাইন মিডিয়ার পক্ষ থেকে প্রয়াত সাংবাদিকের পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।

More From Author

15 Th Purbo Kolkata Gangur Mahotsav

কলকাতার কাঁকুড়গাছিতে চতুর্থ স্টোর উদ্বোধন হল “পান্না ডায়মন্ড ওয়ার্ল্ড জুয়েলার্স”এর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *