ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের উদ্যোগে হয়ে গেল সপ্তম আলোকচিত্র প্রদর্শনী

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাব আয়োজিত সপ্তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস্ – আইসিসিআর এ। এবারের প্রদর্শনীতে দেশ বিদেশের ১৭৯ জন আলোকচিত্রীর তোলা ৪৩৯টা আলোকচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী ছাড়াও ছিল প্রতিযোগিতা। তিনদিনের এই প্রদর্শনীর শেষ দিন ১৭ মার্চ রবিবার, পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রানী দত্ত, আশা অডিওর কর্ণধার দিব্যেন্দু শেখর লাহিড়ী ও সমাজকর্মী সুদীপ্ত ব্যানার্জী।

ওয়াইল্ড লাইফ, নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, পিপল অ্যান্ড স্ট্রিট ও মোনোক্রোম – এই চারটে বিভাগের প্রথম থেকে দশম স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়। ওয়াইল্ড লাইফ বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য। নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ বিভাগে প্রথম হয়েছেন নেহা শর্মা। পিপল অ্যান্ড স্ট্রিট বিভাগে প্রথম স্থানাধিকারী জিষ্ণু বসাক। মোনোক্রোম বিভাগে প্রথম হয়েছেন ডঃ মণিদীপ্ত সাহা। চারটে বিভাগের সেরা ছবিগুলো নিয়ে ‘সেরার সেরা’ পুরস্কার পেয়েছেন উদয়ন জোয়ারদার। এছাড়া দর্শকদের পছন্দের বিচারে পুরস্কার পেয়েছেন অতুন বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সহ সভাপতি নরেশ মণ্ডল, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, দুই সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা এবং অন্যান্য সদস্যরা।

More From Author

Jawa Yezdi Motorcycles brings its Mega Service Camp in Kolkata

HIL to acquire Topline, for ₹ 265 crores

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *