কোলকাতা পৌরাঞ্চলের ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ আয়োজিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা সহ রক্তদান শিবিরের আয়োজন

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেক মানুষের খাদ্য গ্রহণের ক্ষেত্রে সংযম আনা একান্ত প্রয়োজন,” বলে নিজস্ব মতামত তুলে ধরেন দেশের অন্যতম সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কোলকাতার মানিকতলা সংলগ্ন ত্রিকোণ পার্ক অঞ্চলে কোলকাতা পৌরাঞ্চলের ২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কর্তৃপক্ষ আয়োজিত স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা সহ রক্তদান শিবিরে প্রধান অতিথি রূপে উপস্থিত হয়ে সাংসদ এই কথা বলেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “এই মুহুর্তে ভারত যেমন বিশ্বের জনবহুল দেশের শিরোপা অর্জন করেছে তার সাথে সাথে এশিয়া মহাদেশের ভেতরে আমাদের এই দেশ মধুমেহ বা ডায়াবেটিস-এর ক্ষেত্রেও প্রথম স্থানে উঠে এসেছে। তাই নিজের সুস্থতা বজায় রাখতে গেলে খাদ্যাভ্যাসে পরিবর্তন বা নিয়ন্ত্রণ আনাটা খুবই জরুরী।”

উত্তর কোলকাতা লোকসভা ক্ষেত্রের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চে দাঁড়িয়ে এই কথা বলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন কোলকাতা পৌরনিগমের উপ মহানাগরিক অতীন ঘোষ, ২৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি মীনাক্ষী গুপ্তা, ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকিশোর গুপ্ত সহ বিশিষ্ট সমাজসেবী গৌতম গুপ্তা।

প্রসঙ্গত উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে স্থানীয় সাংসদ এবং কোলকাতা পৌরনিগমের উপ মহানাগরিক ছাড়াও বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন কোলকাতা পৌরনিগমের একাধিক জনপ্রতিনিধি সহ শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কোলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ।

More From Author

Five unforgettable activities that you can indulge in at the Dubai Food Festival

Lenskart Unveils Largest Flagship Store of East India, at Salt Lake Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *