Friday, 4 October 2024
Trending

বিনোদন

কোলকাতা থেকে যাত্রা শুরু করে বিনোদন জগতে অর্নবের সুদৃঢ় পদক্ষেপ প্রমান করে তার প্যাশন

নিজস্ব প্রতিনিধি –

বিনোদনের জগতে, যেখানে কাহিনী আর কল্পনা নেয় রূপ, আর স্বপ্ন হয় সত্যি, সেখানে আজ অর্নব উঠে আসছে
এক প্রতিশ্রুতিময় তারকা হয়ে।

শীঘ্র মুক্তি পেতে চলা মিউজিক ভিডিও “ও মাহি’ তে অর্নবের উপস্থিতি জয় করে নেবে মানুষের হৃদয় আর
প্রকাশিত হবে তার প্রতিভা।

কোলকাতার ছেলে অর্নবের পথ চলা এক আশ্চর্য কাহিনী। অর্নবের বাবা শ্রী অরূপ শাস্তি কারী গার্ডেন রীচ
থানার এস. আই. হিসাবে কর্মরত। পুত্র অর্নবের কাছে অভিনয় জগত তার হৃদয়ের একান্ত ভালোবাসার স্থান,
তাই সে শুরু করল এর চর্চা। অর্নবের অভিনয়ে থাকে মনকাড়া শরীরি ভাষা আর তার অভিনয়ে যেন ফুটে ওঠে


এই শিল্পের উৎকর্ষতা। পর্দায় অর্নমবের উপস্থিতি দর্শকে নিয়ে যায় চরিত্রের গভীরে । “ও মাহি’ ভিডিওতে অর্নবের
অভিনয় তার কেরিয়ারের একটি মাইল স্টোন কাহিনীর কেন্দ্রীয় চরিত্র হিসাবে তার অভিনয়ের গভীরতা আবৃষ্ট
করবে আমাদের ৷ “ও মাহি” যেন অর্নবের দীর্ঘ পরিশ্রম আর পারদর্শীতার এক চুড়ান্ত প্রকাশ।

“ও মাহি” শুধু একটি গান নয়, এতে রয়েছে বিভিন্ন কলা কৃশলীদের প্রতিভার এক বিরল মিশ্রন । সুর দিয়েছেন বব
এস. এন., সাথে বুধাদিত্য মুখার্জীর মনকাড়া লিরিক, আর তৃযা চ্যাটার্জী আর সন্দীপ সুব্বার সুরেলা কন্ঠ “ও মাহি”
গানটিকে দিয়েছে পূর্ন রূপ।

শুভেন্দু রাজ ঘোষের দক্ষ পরিচালনায় “ও মাহি” হয়ে ওঠে এক চোখ ধাঁধানো ক্যানভাস । সাথে আছে ডি. ও. পি
কৃষ্ণেন্দু রায়ের ও অরবিন্দ ঘোষের ম্যাজিক আর সৌরভ দের নিখুঁত মেক-আপ।

কোলকাতা থেকে যাত্রা শুরু করে বিনোদন জগতে অর্নবের সুদৃঢ় পদক্ষেপ প্রমান করে তার প্যাশন। আর এই
প্যাশন এবং নিরলস প্রচেষ্টা তাকে গড়ে তুলছে এক প্রতিশ্রুতিময় স্টার হিসাবে শীঘ্রই “ও মাহি” রিলিজ হতে
চলেছ আর আগামি দিনে আমরা পেতে চলেছি এক অসাধারন, আকর্ষনীয় শিল্পীকে ।