Tuesday, 18 February 2025
Trending

উৎসব

কৃষ্ণপুর মিলন বাজারের ‘সুভাষ শিশু উদ্যানে’ অনুষ্ঠিত হলো অঙ্কন উৎসব – ২০২৪

নিজস্ব প্রতিনিধি –

হর্ষোল্লাসের আতিশয্যে উৎফুল্ল হয়ে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার নিজের আবেগকে অবদমিত না করতে পেরে বলেই ফেললেন, “আজকের দিনে শুধুমাত্র শিশুদের জন্য এইরকম প্রাণ উজাড় করা খোলামেলা অনুষ্ঠান সত্যি বড়ো কম হচ্ছে। শিশুদের জন্য আরো খোলামেলা প্রাণস্পর্শী উৎসব আযোজন করা প্রয়োজন।”

প্রসঙ্গত বলে রাখা ভালো, কর্মা সোস্যাল অ্যাণ্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর দ্বিতীয় বর্ষ অঙ্কন উৎসব-এর পুরস্কার বিতরণী মঞ্চ থেকে নেমে এই কথা বলেন।

‘কর্মা সোস্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর অধ্যক্ষ অনিলকুমার দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অঙ্কন উৎসব শুরু হওয়ার আগে চার বছর অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল।এবারের ‘অঙ্কন উৎসব’-এ পাঁচটা বিভাগ মিলিয়ে মোট ৫৫০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল।

উল্লেখযোগ্য হলো, শিশুদের অভিভাবক অভিভাবিকাও এখানে ছবি এঁকেছেন। প্রত্যেক বিভাগ থেকে প্রথম স্থানাধিকারী উপহার রূপে পেয়েছে সাইকেল, স্মারক ও শংসাপত্র, দ্বিতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ট্রলিব্যাগ, স্মারক ও শংসাপত্র এবং তৃতীয় স্থানাধিকারী পুরস্কার রূপে পেয়েছে ব্যাকপ্যাক, স্মারক ও শংসাপত্র।”

 

Related posts
উৎসব

এশিয়াটিক সোসাইটিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্মকান্ড নিয়ে প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি – ষোড়শ শতাব্দীতে…
Read more
উৎসব

ঊমা'-র প্রচ্ছদ প্রকাশ হল কলকাতা ৪৮ তম অন্তর্জাতিক বইমেলায়

নিজস্ব প্রতিনিধি – ৬২১ নম্বর স্টল…
Read more
উৎসব

তৃতীয় অল বেঙ্গল যোগা ডান্স আর্ম ফাইটিং চ্যাম্পিয়নশিপ - ২০২৫

নিজস্ব প্রতিনিধি – প্রজাতন্ত্র…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *