কালীপুজো উপলক্ষে খুঁটিপুজো সেরে ফেললেন “নব যুবক সঙ্ঘ” কালী পূজা কমিটি

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

দেবীপক্ষ শুরুর মুহূর্তে কালীপুজো মণ্ডপের জন্য খুঁটিপুজো সেরে ফেলল ফাটাকেষ্টর কালীপুজো খ্যাত নব যুবক সঙ্ঘ।

এই বছর ৬৬ বছরে পদার্পণ করল নব যুবক সঙ্ঘ-র কালীপুজো।

খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, কোলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, ২৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অয়ন চক্রবর্তী, নব যুবক সঙ্ঘ-র কর্ণধার প্রবন্ধ রায় ওরফে ফান্টা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

More From Author

In A First, Croma Unveils Spectacular Alpona on The Iconic and Heritage Howrah Bridge to celebrate Durga Pujo!

নব রাজা লেন সম্মিলনী পক্ষ থেকে আসন্ন কালীপূজা উপলক্ষে খুঁটি পুজো সারা হল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *