Sunday, 24 September 2023
Trending

ব্যবসা-বাণিজ্য

কলকাতার ভি,আই,পি রোডে খুলল ‘ট্রায়াম্ফ ডিলারশিপ’- এর নতুন শোরুম

নিজস্ব প্রতিনিধি –

একসময় দেখা যেত জেমস্ বন্ডকে একটা সুপার বাইক চেপে নানান ইমেজে। সেই বাইক এবার কলকাতার ভিআইপি রোডে অবস্থিত ‘ট্রায়াম্ফ ডিলারশিপ’-এর শোরুম থেকেই এবার ‘ট্রায়াম্ফ স্পিড ৪০০’ নামাঙ্কিত মোটরসাইকেল দেখা বা কেনা যাবে। দু লক্ষ তেত্রিশ হাজার টাকায় তিন রকম রঙে পাঁচ বছর ওয়ারেন্টি সহযোগে এটি পাওয়া যাবে বলে জানিয়েছেন সংস্হার আর এম সুব্রত মহাপাত্র। কৃষ্ণ নগর এবং বেহালায় আরও দুটি বিপণন কেন্দ্র খুব শিঘ্রই খুলবে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর নির্মল কুমার গোয়েল।

‘ও এস এল গোয়েল’স গ্রুপ’-এর দুই ডিরেক্টর নির্মলকুমার গোয়েল ও সঞ্জয়কুমার গোয়েল এবং বাজাজ অটো-র কর্মকর্তা মনোজ ঠাকুরের উপস্থিতিতে আজ তেঘরিয়ার রঘুনাথপুরে এই প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের দ্বারোদ্ঘাটন হয়।

যে সমস্ত গ্রাহক অনলাইনে ‘ট্রায়াম্ফ স্পিড ৪০০’ বুক করেছিলেন প্রদর্শন তথা বিক্রয় কেন্দ্রের উদ্ঘাটন মুহূর্তে তাঁদের হাতে এই মোটর সাইকেলের চাবি তুলে দেওয়া হয়।