Saturday, 27 July 2024
Trending

বিনোদন

কলকাতার বিড়লা আকাদেমি সভাঘরে আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দরবার ই পদাবলী, ‘রূপ অপরূপ’ বিষয়ে এক অভিনব অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি –

বাংলার পদাবলী ‘কীর্তন’ ভারতীয় সংগীতের এমন একটি অধ্যায়, যার সাংগীতিক উপাদান, ভাষা, দর্শন এবং নান্দনিক আবেদন সবই অভিজাত শ্রেণীর। বর্তমানে বাংলা সংগীতের এই সুবিশাল সম্পদ সঠিক সংরক্ষণ ও চর্চার অভাবে শিক্ষিত এবং রুচিশীল গুণগ্রাহীর কদর পায় না। সেই সব হারিয়ে যাওয়া, অপ্রচলিত উচ্চাঙ্গের কীর্তনকে জনসমক্ষে ফিরিয়ে আনার এক অভিনব উদ্যোগ হল এই – ‘দরবার ই পদাবলী’। মধ্যযুগের কবি জয়দেব রাজা লক্ষ্মণ সেনের দরবারে যে

‘গীত গোবিন্দম্’ এর পরিবেশনা করতেন, তার সুর-তাল ও কাঠামোর ভিত্তি ছিল প্রাচীন রাগ-রাগিনী ও গান্ধর্ব সঙ্গীত থেকে জাত বিভিন্ন প্রবন্ধ গীতে ব্যবহৃত তাল। দরবার থেকেই যে সংগীতের পথ চলা শুরু, সেই গান মঠ-মন্দিরে আশ্রয় করে নেয় বিদেশী আক্রমণের ঘাত-প্রতিঘাতে। আবার সেই গান পথে নেমে এসে আপামর বাঙালির সঙ্গী হয়ে ওঠে চৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারের সময়। নানান ধারায় বাংলা কীর্তন বিকশিত হয়ে বঙ্গ সমাজের অঙ্গ হয়ে ওঠে। তবু আজকে পিছন ফিরে তাকালে, কীর্তনের সেই প্রাচীন আভিজাত্য আর চোখে পড়ে না। কিছু নির্দিষ্ট ক্ষেত্র ছাড়া সেই ঊনবিংশ শতাব্দী থেকে ক্রমেই কীর্তনের সাঙ্গীগিতিক উৎকর্ষতা লঘু হয়ে পড়েছে। কীর্তনের বিভিন্ন অঙ্গ ও বিষয়বস্তু রবীন্দ্রনাথ থেকে শুরু করে বহু বাঙালি সুরকার ও সাহিত্যিকের সৃষ্টির অংশ হয়েছে ঠিকই। তবু অনেক ক্ষেত্রেই কীর্তনকে লোকগান, ধর্মীয় বা লোকাচারের বিষয় মনে করা হয়েছে, এমনকী ব্যাঙ্গও করা হয়েছে। এই ভ্রান্তি দূর করে কীর্তনের ঐতিহাসিক গুরুত্ব ও নান্দনিক দিকটি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা ‘দরবার ই

পদাবলী’র মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট উচ্চাঙ্গ সংগীত শিল্পী পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামীর সারা জীবনের গবেষণা এবং তাঁর শিষ্যা শ্রীমতী দেবালীনা ঘোষের যে অনুসন্ধান তার নির্যাসের প্রকাশ হবে এই অনুষ্ঠানে। গুরু-শিষ্য পরম্পরার এক অনন্য নিবেদন রচিত হবে বাংলার দর্শকের দরবারে। এদিকে, দেবুস দরবার ও হিন্দুস্থান রেকর্ডের উদ্যোগে এই ‘দরবার ই পদাবলী, ‘রূপ অপরূপ’ বিষয়ে এক অভিনব অনুষ্ঠান কলকাতার বিড়লা আকাদেমি সভাঘরে আগামী ১৯ জানুয়ারি। সহযোগিতায় ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার।

 

Related posts
বিনোদন

কলকাতা প্রেসক্লাবে মুক্তি পেল আসন্ন বাংলা ছায়াছবি "নীরব মৃত্যুদণ্ড" এর পোস্টার

নিজস্ব প্রতিনিধি – এই এক অদ্ভুত…
Read more
বিনোদন

মুক্তি আসন্ন বাংলা ছায়াছবির হেমন্তের অপরাহ্ন- র সঙ্গীত প্রকাশিত হল

নিজস্ব প্রতিনিধি – একাধিক জাতীয়…
Read more
বিনোদন

নন্দন প্রেক্ষাগৃহে মুক্তি পেল ডাঃ সুমিতা সাহার প্রথম পরিচালিত ছবি "মাতৃরূপেণ"

নিজস্ব প্রতিনিধি – নারী শক্তিকে…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *