Wednesday, 6 December 2023
Trending

চিকিৎসা

কলকাতায় নিজেদের পঞ্চম ডিমেনশিয়া ডে কেয়ার উদ্বোধনের কথা ঘোষণা করল “ডিগনিটি ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিনিধি –

বিশ্ব অ্যালজাইমার্স দিবসের প্রাক্কালে কলকাতায় নিজেদের পঞ্চম ডিমেনশিয়া ডে কেয়ার উদ্বোধনের কথা ঘোষণা করল ডিগনিটি ফাউন্ডেশন।এর পাশাপাশি, একই দিনে ঘোষিত হলো ন্যাশনাল অ্যালায়েন্স ফর ডিমেনশিয়া কেয়ার (এনএডিসি)-এর পথ চলা শুরুর কথাও। এর মূল লক্ষ্য ডিমেনশিয়া সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি,রোগীদের যত্নের মান নিশ্চিত করা এবং অ্যালজাইমার্স-এ আক্রান্ত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য নিয়ম-নীতির মান বাড়ানো।উদ্বোধন ঘোষণার এই অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিগনিটি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর তথা প্রখ্যাত সমাজকর্মী অলকানন্দা রায়; সংগঠনের ট্রাস্টি গোপাল শ্রীনিবাসন;দ্য রসোই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট অর্পিতা ভট্টাচার্য,ডিগনিটি ফাউন্ডেশনের কলকাতা চ্যাপ্টারের প্রধান রুমা চ্যাটার্জি এবং প্রখ্যাত জেরন্টোলজিস্ট সুদেষ্ণা সাহা।এই মুহূর্তে ভারতে ডিমেনশিয়া কার্যত মহামারীর রূপ নিয়েছে।

ল্যানসেট পাবলিক হেলথ-এ প্রকাশিত গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি’র রিপোর্ট অনুযায়ী, আগামী ২০৫০ সালের মধ্যে ১১.৪৪ মিলিয়ন ভারতীয়র এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল।২০১৯ সালে এই সংখ্যা ছিল ৩.৮৪ মিলিয়নের কিছু বেশি। মস্তিস্কের এই ধরনের রোগের সঠিক চিকিত্‍সা আজও দুর্লভ হওয়ায়, এর উপশমে যা সবচেয়ে বেশি জরুরি তা হল রোগীদের বিশেষ যত্ন-আত্তি। তবে এই সংক্রান্ত ব্যবসায়িক কেন্দ্রই হোক বা সাবসিডি প্রাপ্ত, সেগুলি সবই আজও ভারতে অত্যন্ত দুর্লভ।
গত ২৮ বছর ধরে ভারতের বৃদ্ধ নাগরিকদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজ করে চলেছে ডিগনিটি ফাউন্ডেশন। অলাভজনক এই সংস্থা মূলত অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীদের জন্যই বিশেষভাবে সচেতন। এই মুহূর্তে ভারতের মোট পাঁচটি রাজ্যে এই সংগঠনের কেন্দ্র রয়েছে এবং সেগুলি হল চেন্নাই, মুম্বই, পুনে,নিউ এবং নতুন সংযোজন কলকাতা। এই কেন্দ্রের আবাসিক সদস্যরা তাঁদের অধিকাংশ সময়ই কাটান বিভিন্ন ফলপ্রসূ কাজের মধ্যে দিয়ে।যার মধ্যে থাকে শরীর-চর্চা,থেরাপি সেশন,ছবি আঁকা ও রং করা, বিভিন্ন খেলাধুলো এবং গান শোনা ইত্যাদি।ডিগনিটি ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা-সভাপতি ড.শিলু শ্রীনিবাসন ‘কলকাতায় এই কেন্দ্র স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।এখানে সদস্যরা কেবল প্রয়োজনীয় যত্ন-ই পাবেন না,বরং একদম শুরু থেকেই যাতে বয়স্ক মানুষরা এই রোগ নির্ণয় করার পাশাপাশি তার সঠিক নিরাময়ও শুরু করতে পারেন।

 

Related posts
চিকিৎসা

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে ব্লাডার ক্যান্সারের ঘটনা; স্বাস্থ্য পরিচর্যা বিশেষজ্ঞরা মানুষকে জীবনযাত্রা বদলাতে এবং তাড়াতাড়ি স্ক্রিনিং করাতে অনুরোধ করছেন

নিজস্ব প্রতিনিধি – বিভিন্ন স্বাধীন…
Read more
চিকিৎসা

Akhand Jyoti Eye Hospital inaugurates one of India's largest charitable eye care hospital in Saran, rural area of Bihar

Staff Reporter – Akhand Jyoti Eye Hospital today expanded its reach and inaugurated…
Read more
চিকিৎসা

Apollo Pharmacy, India's trusted retail pharmacy chain, has opened its store in Dashadrone, Kolkata

Staff Reporter – India’s trusted retail pharmacy chain has now opened in Dashadrone. The…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *