Sunday, 24 September 2023
Trending

খেলাধুলা

ওপেন বেঙ্গল আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ- ২০২৩ অনুষ্ঠিত হলো বিধান শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি –

বিধান শিশু উদ্যানে আয়োজিত হলো ওপেন বেঙ্গল আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ২০২৩। আয়োজনে অশোক আখড়া এক ব্যায়াম সমিতি। এদিন প্রায় ২০০ জন প্রতিযোগী ৪বছর বয়স থেকে বৃদ্ধ মানুষকেও দেখা গেল অংশগ্রহণ করতে। শিশু থেকে সিনিয়র সিটিজেন প্রতিযোগীও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিভাগে এই

প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাব জুনিয়র, জুনিয়র, বালক, বালিকা, বয়স্ক পুরুষ, মহিলা, মাস্টার্স সিনিয়র ও গ্র্যান্ড সিনিয়র। এ ছাড়াও ছিলো প্রতিবন্ধী মানুষদের প্রতিযোগীতা। এই প্রতিযোগিতায়  যোগদানের জন্য কোনো প্রকার অর্থ নেওয়া হয়নি বলে জানালেন আয়োজক অশোক রাজ বারুই। এদিনের অনুষ্ঠানে প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত হয়ে ছিলেন বেঙ্গল অলিম্পিক

এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি জহর দাস এবং ভাইস প্রেসিডেন্ট অসিত সাহা সহ বিশিষ্টজন। প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হয় এবং বিজয়ীদের ট্রফি ও মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। অশোক রাজ বলেন আগামীদিনে সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে।