Friday, 10 January 2025
Trending

ব্যবসা-বাণিজ্য

এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’ কলকাতায় এই প্রথম ডিস্ট্রিবিউটরশিপের সূচনা করলো

নিজস্ব প্রতিনিধি –

ই স্কুটারের দুনিয়ায় স্বনামখ্যাত ‘এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’ কলকাতায় এই প্রথম ডিস্ট্রিবিউটরশিপের সূচনা করলো। ১৬ সেপ্টেম্বর সোমবার, দক্ষিণ কলকাতার একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি Grace, Prince ও Energy – এই তিনটে নতুন মডেলের ই স্কুটারের উদ্বোধন করলো এই সংস্থা।

নতুন মডেলের ই স্কুটার উদ্বোধন করে বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ও পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার বলেন, এই বিশ্বে জ্বালানি ক্রমশ ফুরিয়ে আসছে। সেই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণ। এই পরিস্থিতিতে ই- স্কুটারের মতো পরিবেশ বান্ধব যানের ব্যবহার যতো বেশি করা যায় বিশ্ববাসীর পক্ষে ততোই মঙ্গল।

অনুষ্ঠানে এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেডের কর্ণধার অমরেন্দ্র কুমার ভার্মা বলেন, তাদের ডিস্ট্রিবিউটর ‘মোহন এক্সপোর্টস্ প্রাইভেট লিমিটেড’ ক্রেতাদের সন্তুষ্ট করবে বলেই তাঁদের বিশ্বাস। বিক্রয়, পরিষেবা, স্পেয়ার পার্টস্ ও ক্রেতাদের পরিষেবায় বিশেষভাবে প্রশিক্ষিত কর্মী থাকছে। তিনি আরো বলেন, খুব শীঘ্রই তিন চাকার ই যান আনতে চলেছে তাঁদের সংস্থা।

ডিস্ট্রিবিউটর ‘মোহন এক্সপোর্টস্ প্রাইভেট লিমিটেড’ বর্তমানে দক্ষিণ কলকাতার গড়িয়ায় নতুন শো রুম খুলেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলেশ ত্রিপাঠী জানিয়েছেন, খুব শীঘ্রই মথুরাপুর ও নিউ আলিপুরে আরো দু’টো শো রুম খুলতে চলেছেন তাঁরা। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগণা জুড়ে ১৫ টি জায়গায় পরিষেবা দেবার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১লক্ষ ৩৫ হাজার টাকা দামের ই স্কুটার পাওয়া যাবে মোহন এক্সপোর্টস্ প্রাইভেট লিমিটেডের শো রুমে।

 

Related posts
ব্যবসা-বাণিজ্য

Mahindra Auto sells 41424 SUVs, a growth of 18% and total volumes of 69768, a growth of 16% in December 2024

Staff Reporter – Mahindra & Mahindra Ltd. (M&M Ltd.), one of India’s leading…
Read more
ব্যবসা-বাণিজ্য

Usha Restaurant to Host a Grand "Borsho Boron Feast" to Welcome the New Year m

Staff Reporter – Usha, a renowned Bengali restaurant, is gearing up to celebrate the New…
Read more
ব্যবসা-বাণিজ্য

Dabur’s Odonil recreates its classic campaign with Jasmin Bhasin

Staff Reporter – India’s #1 Air Freshening brand Odonil from the house of Dabur India…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *