Friday, 4 October 2024
Trending

লাইফ স্টাইল

“এক্সপ্লোডিয়া” – ২০২৩

নিজস্ব প্রতিনিধি –

ফ্যাশন জীবনধারণের অঙ্গ হয়ে উঠেছে বর্তমানে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে ফ্যাশনের শৈলী। আধুনিক ট্রেন্ডের সঙ্গত দিতেই বর্তমান ফ্যাশন ডিসাইনার শিক্ষার্থীদের রোজ নামচার ব্যবহৃত জিনিষপত্রের উপর জোর দিচ্ছেন শিক্ষক - শিক্ষিকা মহল। ফলত, এই থেকে

পিছিয়ে নেই আই এন আই এফ ডি, সল্টলেক। শহরের অন্যতম প্ল্যাটিনাম শিক্ষা সংস্থা হিসেবে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষাকেই গুরুত্ব দিয়ে প্রতি বছর আয়োজন করা হয় “এক্সপ্লোডিয়া” শীর্ষক অনুষ্ঠান। এই বছরও তাঁর ব্যাতিক্রম নয়। টানা তিন দিন ধরে চলা এই “এক্সপ্লোডিয়া” – ২০২৩ অনুষ্ঠানের তৃতীয় দিনে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার ও অভিনেতা অনির্বাণ

তাদের হাত দিয়ে পুরস্কৃত হন ইনস্টিটিউশন এর বিজয়ী ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ তিন মাস তাদের সময় লেগেছে প্রতিটি সেগমেন্টে সম্পূর্নভাবে কাজ করতে এবং তাদের সহায়ক হিসেবে শিক্ষকদের পাশে পেয়েছেন প্রতিমূহুর্তে একথা সাংবাদিকদের জানান ইনস্টিটিউটের ছাত্র - ছাত্রীরা।