ঋষিকুমার চট্টোপাধ্যায়ের সুরে এবার ১৮টি হিন্দি গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ পেল

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

মৌলিক বাংলা গানের পর এবার হিন্দিতে মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসতে চলেছে ঋষিকুমার চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল RKC PRODUCTION’S থেকে। অ্যালবাম- এহ্‌সাস্‌। অদ্রিতা ঝিনুকের লেখায়, ঋষিকুমার চট্টোপাধ্যায়ের সুর এবং সঙ্গীতায়োজনে ১৮টি গানের এই অ্যালবামে ৭টি করে গান গেয়েছেন বাংলাদেশের শিল্পী

দম্পতি এস এম খালেদ ও রুমা খালেদ। বাকি ৪টি গান প্রিয়াঙ্কা মান্নার কণ্ঠে। মুম্বইয়ের লতা মঙ্গেশকর স্টুডিও-তে হয়েছে এই অ্যালবামের রেকর্ডিং ও মিক্সিং। অর্ণব মোদকের ভিডিওগ্রাফিতে খুব শীঘ্রই আসতে চলেছে এহ্‌সাস্‌।  

More From Author

বৈপ্লবিক ‘ইন্ডিয়া-ওয়ার্কস’ রিপোর্ট হেলথ ওয়ার্কসাইট উন্মোচন

ল্যান্সডাউনের খোসলা ইলেকট্রনিক্স এর আউটলেটে বাংলা ছায়াছবি চিনি ২ এর অভিনেতা অভিনেত্রীদের হাত ধরে লঞ্চ করল All-New KGA 4K SMART TV র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *