Friday, 4 October 2024
Trending

সমাজসেবা

উত্তর কলকাতার নরসিংহ স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব প্রতিনিধি –

পশ্চিমবঙ্গ প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন-এর উপস্থিতিতে এলাকার ছেলে মন্টু দাস ওরফে বাঘা-র স্মরণে ১৪ তম রক্তদান উৎসব সম্পন্ন করল কোলকাতার ‘নরসিংহ স্পোর্টিং ক্লাব’।

‘নরসিংহ স্পোর্টিং ক্লাব’-এর তরফ থেকে জানানো হয়েছে, “আজ কমবেশি ১০০ জন এই শিবিরে রক্তদান করেছেন।”

স্বাধীনতা দিবসের পবিত্র তিথিতে আয়োজিত রক্তদান উৎসবে প্রাক্তন রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি, কোলকাতা পৌরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সোমা চৌধুরী, ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি

বিশ্বরূপ দে সহ তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, যুব নেতা জয় বক্সি সহ তৃণমূল কংগ্রেসের ৩৭ নম্বর ওয়ার্ডের সভাপতি পিয়াল চৌধুরী ও ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি অরুণ হাজরা সহ বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় রায়, সোমনাথ বিশ্বাস, শান্তনু দত্ত সহ আরো অনেকে।