ইফতার মজলিস আয়োজনে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা ও শান্তি রক্ষী বাহিনী

Spread the love

পারিজাত মোল্লা –

শনিবার সন্ধেবেলায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা ও শান্তি রক্ষী বাহিনীর উদ্যোগে  অনুষ্ঠিত হলো ইফতার মজলিস।এই ইফতার মজলিসে যোগদান করেন মঙ্গলকোটের বিভিন্ন অঞ্চলের আড়াই হাজার মানুষ।ইফতার মজলিসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্ত সরকার, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল বাসেদ, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মধক্ষ মেহেবুব চৌধুরী, পূর্ত কর্মধক্ষ মুনসি রেজাউল হক সহ অন্যান্যরা।রোজদারদের জন্য সমস্ত কিছুর আয়োজন করেছিলেন মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জি।বিধায়ক অপূর্ব চৌধুরী জানার যে, -“এর আগে এত বড় ইফতার মজলিস মঙ্গলকোট ব্লকে হয়নি ।আজ খুব শান্ত সুষ্ঠুভাবে এই ইফতার মজলিস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমি সকল মানুষের সুস্থতা কামনা করি ” ।

More From Author

বাংলা কাহিনীচিত্র জন্মান্তর মুক্তির অপেক্ষেয়

ZODIAC Presents Summer 2023The Positano Linen CollectionInspired By The Colours Of Summer Seen At The Amalfi Coast On The Italian Riviera

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *