ইন্টিরিয়র ডিজাইন কনসালটেন্সির উদ্যোগে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ইন্টিরিয়র ডিজাইন কনসালটেন্সি সংক্ষেপে আই ডি সি প্রকাশ করল ইংরেজি নতুন বছরের এক ঝকঝকে টেবিল ক্যালেন্ডার।

ক্যালেন্ডারের জানুয়ারী মাসের পাতায় সংস্থার লোগো সমেত পরিচিতি গেলেও, পরের ১১ টা পাতায় রয়েছে আইনজীবী,

সাংবাদিক, আরক্ষা আধিকারিক থেকে তালবাদ্য বিশারদ বা মডেল অভিনেত্রীর মুখাবয়বের দৃষ্টিনন্দন অভিব্যক্তি। ক্যালেন্ডার প্রকাশের শুভক্ষণে উপস্থিত ছিলেন অদিতি বণিক, হাওড়া পুলিস কমিশনারেটের উপ নগরপাল (মুখ্যালয়) দ্যুতিমান ভট্টাচার্য, আইনজীবী অনির্বাণ

গুহঠাকুরতা, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তী, মডেল তথা অভিনেত্রী পারমিতা ব্যানার্জি, অঙ্কন শিল্পী বাপ্পা ভৌমিক, তালবাদ্য বিশারদ ও সঙ্গীত পরিচালক পণ্ডিত মল্লার ঘোষ, বাচিক শিল্পী মালবিকা ঘোষ, পুষ্টিবিদ্যা বিশারদ অনুশ্রী মিত্র সহ আই ডি সি-র কর্ণধার আকাশ বণিক।

More From Author

বর্তমান অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্ক এর মোট ব্যবসা ছাড়ালো ২ লক্ষ কোটি টাকা <strong>৩১ ডিসেম্বর, ২০২২ এ ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা ২.৮৬ কোটি</strong>

The second teaser of Bholaa displays the action-packed world of Ajay Devgn’s Bholaa!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *