আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি “লোকনাথ বাবার বাল্যলীলা”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

এক্সেল মিডিয়া নিবেদিত, স্বপনকুমার দাস প্রযোজিত (Produced by Swapan Kumar Das) এবং জয়শঙ্কর পরিচালিত (Directed by Joyshankar) ধর্মীয় বাংলা কাহিনীচিত্র (Bengal Feature Film) ‘লোকনাথ বাবার বাল্যলীলা’ (Loknath Babar Balyaleela) মুক্তি পাচ্ছে আগামী ২৯ সেপ্টেম্বর।

কোলকাতা প্রেস ক্লাবে বাংলা কাহিনীচিত্র ‘লোকনাথ বাবার বাল্যলীলা’-র পোস্টার, ট্রেলার ও সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কাহিনীচিত্রের পরিচালক জয়শঙ্কর জানিয়েছেন, “এই ছায়াছবিতে দেখা যাবে অনামিকা সাহা, অরিন্দম গাঙ্গুলী-র মতো প্রথিতযশা অভিনেতা ও অভিনেত্রী সহ আরো অনেককে।

এই কাহিনীচিত্রের প্রযোজক স্বপনকুমার দাস জানিয়েছেন, “এই চলচ্চিত্রে বালক লোকনাথের গুরুদেব ভগবান গাঙ্গুলী-র চরিত্রে অভিনয় করেছেন অরিন্দম গাঙ্গুলী, শিশু লোকনাথের চরিত্রে দেখা যাবে ঋষ্ণা পাল-কে এবং বালক লোকনাথের চরিত্রে অভিনয় করেছে অরণ্য রায় চৌধুরী এবং লোকনাথের বন্ধু বেণীমাধবের চরিত্রে অভিনয় করেছে আর এক শিল্পী ইমন আদিত্য।”

প্রযোজক সংস্থা থেকে জানানো হয়েছে, “এই কাহিনীচিত্রে রয়েছে পাঁচটা গান, যার মধ্যে পূর্ণাঙ্গ রূপে শোনা যাবে একটা গান, বাকি চারটে গান সমগ্র ছায়াছবিতে বিভিন্ন ভাবে শোনা যাবে।”

More From Author

BLS International and PSB Alliance to Revolutionize Banking Experience with Doorstep Banking Services

TTK Prestige Unveils Nakshatra V2: The Ultimate Kitchen Companion

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *