অল বেঙ্গল কিক বক্সিং থ্যালাসেমিয়া কাপ ২০২৩ আয়োজিত হল হাওড়ায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

হাওড়ার দাসনগর আলা মোহন দাস স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ আর্থ কেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় হাওড়া জেলা কিকবক্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অল বেঙ্গল কিক বক্সিং থ্যালাসেমিয়া কাপ ২০২৩ আয়োজিত হল। যেখানে

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় সাড়ে চারশ প্রতিযোগী অংশগ্রহণ করে। এসোসিয়েশনের সংস্থার কর্ণধার সন্দীপ সেনাপতি জানান, সমস্ত শিশুদের বিভিন্ন খেলায় যুক্ত করতে হবে, যাতে শিশুদের শরীর মন সবকিছুই সুস্থ থাকে। কারণ

খেলাই হচ্ছে সুস্থ থাকার একমাত্র চাবিকাঠি। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত থাকা দরকার। প্রতিযোগিতায় সেরা জেলার শিরোপা অর্জন করে কলকাতা। বিজেতা হাওড়া এবং তৃতীয় স্থান অধিকার করে উত্তর ২৪

পরগনা জেলা। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর প্রতিনিধ ত্রিলোকেশ মন্ডল। উপস্থিত হন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী, সমাজসেবী মহেন্দ্র শর্মা, বিশিষ্ট আইনজীবী অভিষেক পাঠক সহ বিশিষ্ট মানুষ।

More From Author

সেন্ট পলস স্কুল এলুমনি অ্যাসোসিয়েশনের সদস্যগণ মিলিত হলেন বাৎসরিক পুনর্মিলন অনুষ্ঠানে

<strong>ABFRL inducts Ms. Ananya Birla and Mr. Aryaman Vikram Birla as Directors</strong>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *