Saturday, 27 July 2024
Trending

খেলাধুলা

অনুষ্ঠিত হলো আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশীপ – ২০২৪

নিজস্ব প্রতিনিধি –

আয়রন হ্যান্ড ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ ২০২৪ আয়োজিত হলো বাগুইআটির সন্তোষ মিত্র স্মৃতি সংঘে। আয়োজনে আর্ম রেস্টলিং এসোসিয়েশন অফ বেঙ্গল এবং অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। গত ২৬ মে রবিবার রেমেলা ঘূর্ণিঝড়ের দিনে আয়োজিত হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা।প্রবল ঘূর্ণিঝড় ও মেঘভাঙা বৃষ্টি কে উপেক্ষা করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসানসোল, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, হুগলি, ডায়মন্ডহারবার, বারাসাত, বনগাঁ, কলকাতা সহ বিভিন্ন শহর থেকে হাজির হয়েছিলেন পুরুষ এবং মহিলা সদস্য মিলিয়ে ৬১জন। অনুষ্ঠানের শুরুতে আয়োজক ক্রীড়াবিদ, প্রযোজক পরিচালক ও বলিউড সিনেমার অভিনেতা অশোক রাজ প্রবল দুর্যোগের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ক্রীড়াবিদ সহ তাদের অভিভাবকদের ধন্যবাদ জানান। প্রথমেই ভারত নাট্যমের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করে সোনালী ঘোষ, দেহ সৌষ্টব প্রদর্শন করেন সৌরদীপ দাস এবং মহেন্দ্র ঠাকুর।
এক্রোবেটিক প্রদর্শন করে অভিপ্রীতা হালদার ও আয়েশা রাজ, বলেন্সিং যোগা প্রদর্শন করে আমিশা রাজ। উপস্থিত প্রতিযোগী এবং দর্শকদের সামনে স্বাগত ভাষণ দেন ক্লাব সম্পাদক আশীষ সাহা। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বান নন্দী, কিশোর দাস, রাজীব ব্যানার্জী, নন্দন দেবনাথ, লাবনী বল, কলকাতা পুলিশের সৌরদীপ দাস, মহেন্দ্র ঠাকুর এবং বাপি দাস। এদিনের প্রতিযোগিতা থেকে আগামী জুন মাসে মুম্বাইতে অনুষ্ঠিত আর্ম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর জন্য বাছাই করা হলো ৮ জন সফল প্রতিযোগীকে। যে সকল খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য মুম্বাই পাড়ি দেবেন তারা হলেন অভিরণ নস্কর, অমিত গড়াই, দীপক বর্মন, সায়ন পাইক, মহাফুর রহমান বিশ্বাস, আশুতোষ পারিদা ও সৈকত রায়। প্রতিযোগীদের সাথে যাবেন আর্ম স্পোর্টস ফেডারেশনের সভাপতি বিমল কুমার চন্দ এবং কোচ অশোক রাজ। একটি কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর প্রতিষ্ঠাতা ও ব্যায়ামবীর অশোক রাজ এর প্রশিক্ষণে এখানকার শিক্ষার্থীরা এই রাজ্য ছাড়া দেশ জুড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে এবং শিক্ষার্থীরা নিয়ে আসছেন একাধিক পুরস্কার। এই প্রতিযোগিতায় স্ট্রংম্যান খেতাব জিতে নিলেন বিশাল চক্রবর্তী, আয়রন হ্যান্ড খেতাব জিতে নিলেন দীপক বর্মন এবং স্ট্রং উম্যান খেতাব জিতে নিলেন মহেশ্বরী বারুই।

 

Related posts
খেলাধুলা

CISCE জাতীয় প্রি-সুব্রত কাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রাজারহাটের এআইএফএফ ন্যাশানাল সেন্টার অফ এক্সেলেন্স ফুটবল গ্রাউন্ডে

নিজস্ব প্রতিনিধি – CISCE জাতীয়…
Read more
খেলাধুলা

DHL Express and Rugby India launch DHL STAR program to nurture young athletes

Staff Reporter – DHL Express has formed a new CSR partnership with the Indian Rugby Football…
Read more
খেলাধুলা

বেঙ্গল ওয়ারিয়র্সে নতুন কোচিং স্টাফ প্রো কবাডি লিগ একাদশ সংস্করণের জন্য

নিজস্ব প্রতিনিধি – পাখির চোখ প্রো…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *