ভবানীপুর থেকে পথ চলা শুরু করল “সেলন – ‘দ্যা গ্লাম”

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ভবানীপুরে বিশিষ্ট গ্ল্যামার কুইন প্রিয়া দাস খুললেন তার নতুন সেলন – ‘দ্যা গ্লাম ‘। উপস্থিত ছিলেন অভিনেত্রী মাফিন, সৌরভ পাল, বাবন ব্যানার্জি,অসীম বসুএবং জয়দীপ মুখার্জি সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেলনের কাজ এবং সম্ভাবনা নিয়ে অনেকেই প্রশংসা করেছেন। সংস্থার তরফ থেকে প্রিয়া দাস জানান, যে তার স্বপ্ন ছিল একটি বিউটি সেলুন থাকবে এবং আরও অনেক আউটলেট হবে। এছাড়াও জানালেন যে এই উদ্যোগের

মাধ্যমে সারা বছরের বিভিন্ন সময় তারা যেমন নারী এবং পুরুষকে দায়িত্বের সঙ্গে সাজাবেন। তেমনি পুজোসহ বিভিন্ন অনুষ্ঠানেও তাদের সাজ প্রশংসার যোগ্য হয়ে উঠবে।

তাদের সঙ্গে রয়েছে দক্ষ কর্মী যারা আধুনিক এবং ঐতিহ্যপূর্ণ সাজে সাজিয়ে তুলতে পারদর্শী। উন্নত মানের উপাদান এবং কারিগরি সৌন্দর্যের ভাষাকেই বদলে দেবে ‘দ্যা গ্লাম’।

More From Author

Aamar Kolkata, Aamar Run is here So cholo Kolkata let’s run

Holiday Inn Express Hotel Adjacent to Kolkata Airport Celebrates Third Anniversary: ​​A Testimony of World Class Hospitality

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *