মহেশতলার উৎপল দত্ত মঞ্চে অনুষ্ঠিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উপেক্ষিতা’-র বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার শো

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

ব্যনার্জীহাট মহেশতলার উৎপল দত্ত মঞ্চে অনুষ্ঠিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উপেক্ষিতা’-র বহুল প্রতীক্ষিত প্রিমিয়ার শো। সিনেমাপ্রেমী দর্শকদের ভিড়ে মুখরিত ছিল সমগ্র প্রেক্ষাগৃহ। প্রিমিয়ারের পর সংবাদমাধ্যমের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিলেন ছবির অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক।

ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্ঘ্য মণ্ডল, যিনি জানান — “এটাই আমার প্রথম ফিচার ফিল্ম। সবার সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। আমি নান্দীকারের নিয়মিত অভিনেতা, তাই থিয়েটারের অভিজ্ঞতা আমাকে অনেকটা আত্মবিশ্বাস দিয়েছে।”

অভিনেত্রী রিয়া চক্রবর্তী বলেন — “এটাই আমার প্রথম অভিনয় অভিজ্ঞতা। পরিচালক জয়ন্ত মন্ডল আমাকে দারুণভাবে গাইড করেছেন। এর আগে কোথাও অভিনয় করিনি, তাই এই ছবিটা আমার কাছে খুবই বিশেষ।”

পরিচালক জয়ন্ত মন্ডল জানান — “‘উপেক্ষিতা’ মূলত এক গ্রামের মেয়ের জীবনের গল্প। গ্রামীণ সমাজের পটভূমিতে গড়ে ওঠা এই ছবিতে মানুষের সম্পর্ক, সংগ্রাম আর স্বপ্নের বাস্তব কাহিনি তুলে ধরা হয়েছে। শর্ট ফিল্ম করার অভিজ্ঞতা থাকলেও এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।”

তিনি আরও জানান, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে একটি নতুন ও আকর্ষণীয় গল্পের শুটিং শুরু করতে যাচ্ছেন। তাঁর আশা, নতুন ছবিটিও দর্শকদের মন জয় করবে, ঠিক যেমন ভালোবাসা পেয়েছে ‘উপেক্ষিতা’।

প্রিমিয়ারে উপস্থিত দর্শকরা বলেন, ‘উপেক্ষিতা’ কেবল একটি চলচ্চিত্র নয়— এটি এক মানবিক যাত্রা, যেখানে গ্রামের সহজ-সরল জীবনের ভেতর লুকিয়ে আছে গভীর আবেগ, ভালোবাসা ও বাস্তবতার সুর।

More From Author

ITC Sunrise Spices Launches ‘Sunrise Pujor Satkahon’ Coffee Table Book, Showcasing Untold Pujo Stories beyond Kolkata

ডিসান হাসপাতালে ব্রেস্ট ক্যানসার স্পেশালিটি ক্লিনিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *