নিজস্ব প্রতিনিধি –
খেলাধুলার জগতে এই শহরে যে কয়েকটি ক্লাব আছে তাদের মধ্যে অন্যতম ভিক্টরিয়া ক্লাব। এই ক্লাবটি’র বয়স ১২৫ বছর পূর্ণ করতে চলেছে। ময়দানে এই ভিক্টরিয়া ক্লাব কলকাতা প্রেসক্লাবের খুবই কাছে অবস্থিত। শনিবার এই ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ক্রিকেট ফুটবল ছাড়াও অন্যান্য খেলার প্রতি নজর দেওয়া হবে বলে জানা গেছে। এই ক্লাবের ১২৫ বছর কে
স্মরণীয় করে রাখতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এদিন ক্রীড়া সাংবাদিক সদ্য অলিম্পিক ফেরত জাফর আলী খান কে সম্মানিত করলো ক্লাব কতৃপক্ষ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আই এফ এর সভাপতি শ্রী অজিত ব্যানার্জী, ভিক্টরিয়া ক্লাবের সম্পাদক শ্রী মঈন বিন মাকসুদ, শ্রী হান্নান খান, শ্রী শামীম আহমেদ সহ বিশিষ্টজন।এই অনুষ্ঠানে প্রিয়া ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক শিল্পপতি হান্নান খান কেও সম্বর্ধিত করে ক্লাব । ক্লাবের ১২৫ বছরকে স্মরণীয় করে রাখতে ভিক্টোরিয়া ক্লাব কর্তৃপক্ষ ময়দানে ওপেন
মিউজিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে থাকবে ফুটবল হকি ক্রিকেট সহ সমস্ত ইতিহাসের স্মারক। এছাড়াও চলতি মরসুমে হকি নিগেও খেলতে চলেছে, এবং অনূর্ধ্ব ১৩ খেলোয়াড়দের নিয়ে একটি ফুটবল ক্যাম্প করার পরিকল্পনা আছে, বলে জানিয়েছেন ক্লাব সচিব মঈন বিন মাকসুদ। সব মিলিয়ে এক নতুন মোড়কে নতুন ভাবে ময়দানে এদের ইতিহাস পুনঃ প্রতিষ্ঠা করতে চলেছে শতাব্দি প্রাচীন এই ভিক্টোরিয়া ক্লাব।