Monday, 13 January 2025
Trending

উৎসব

সম্প্রতি বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্রিগেড মাঠে আয়োজিত হল রক্তদান উৎসব

নিজস্ব প্রতিনিধি –

ব্রিগেডের মাঠ মানেই রাজনৈতিক দলের স্লোগান আর ব্যারিকেডের ভিড়ে দলীয় কর্মীদের একরাশ প্রত্যাশা। কিন্তু সেই চেনা চিত্রের বাইরে ময়দান মাঠ দেখল রক্তদাতাদের উৎসাহ। ১৪ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্রিগেড মাঠে আয়োজিত হল রক্তদান উৎসব। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যাকে স্বাধীনতা পরবর্তী বাংলার রাজনৈতিক

আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় সেই মাঠেই করোনা পরবর্তী সময় থেকে রক্তদান উৎসব আয়োজিত হচ্ছে। বিপর্যয়ের পৃথিবীতে করোনা মহামারির সময় এমন উপযুক্ত পরিবেশে ২০২০ থেকে রক্তদান করে আসছে এই সংগঠন বলে শুক্রবার জানালেন সম্পাদক অচিন্ত লাহা। এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন তিনি। ও তিনি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানান যারা আজকে এই মহৎ শিবিরে তাদের পাশে ছিলেন এবং সকল রক্ত দাতা কে তাদের পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।