Sunday, 8 September 2024
Trending

বিনোদন

সঙ্গীত জীবনের দশ বছরে সঙ্গীত শিল্পী শুভজিৎ

নিজস্ব প্রতিনিধি –

তিন বছর বয়স থেকে গানবাজনা শেখার শুরু, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সংগীত, রাগাশ্রয়ী ও আধুনিক বাংলা গানে শিক্ষা, একের পর এক রেকর্ড, সঙ্গীত জগতের বেশ কিছু কিংবদন্তি শিল্পী যাদের সাথে বেশ কিছু কাজের অভিজ্ঞতা থেকে এসময়ের বাংলা গানের অন্যতম প্রতিশ্রুতি মান সঙ্গীত শিল্পী শুভজিৎ দে‌। দেখতে দেখতে দশ পেরিয়ে এগারোতে শুভজিৎ এর সঙ্গীত জীবন। প্রতিবছরের মতো এবারও পুজোয় শিল্পীর নিজের কথা ও সুরে আসতে চলেছে নতুন বাংলা গান তবে তার পাশাপাশি বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শহরের একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে তার সঙ্গীত জীবনের দশ বছর পূর্তিতে “শুভজিৎ এর একে একে এগারো” শীর্ষক যেখানে তাকে সরাসরি শুনতে পারবেন তার শ্রোতারা যা এবারের অন্যতম চমক।

সবরকম গানে সমানভাবে সাবলীল হলেও বেশ কিছুটা সময় পর্যন্ত শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত নিয়েই এগিয়েছেন শুভজিৎ, তার শ্রোতাদের কাছেও তার আত্মপ্রকাশ রবিঠাকুরের গানের একজন শিল্পী হিসেবেই; তবে ২০১৭ তে নিজের কথা ও সুরে ‘পেনড্রাইভ’ মিউজিক অ্যালবাম তাকে বাংলা গানে পরিচিতি দেয়, এরপর একের পর এক নিজের কথা ও সুরে নতুন বাংলা গানের অ্যালবাম ‘বেনীআসহকলা’, ‘ক্যানভাস’, ‘কুমিরডাঙা’ নতুন বেসিক বাংলা গান-প্রেমী মানুষের মন কেড়েছে। নিজের কথা ও সুরে কখনও ‘পেনড্রাইভ’, ‘জানে না প্রিয়া’, ‘স্বপ্নেরা আজ’ আবার কখনওবা “শুন্য মন” এর মতো একাধিক গান উপহার পেয়েছি আমরা। পাশাপাশি

রবিঠাকুরের গানের অ্যালবাম ‘এই উদাসী হাওয়া’, ‘ভার্সেটাইল রবি’ থেকে নিজের কথা ও সুরে শ্যামাসঙ্গীত ‘কালী কেন কালো’-র মতো অন্যধারার গানেও নিজেকে প্রমাণ করেছেন প্রতিভাবান এই শিল্পী। সুতরাং এ-সবধারার বাংলা গান-ই যে থাকছে এই অনুষ্ঠানে তা বলাই যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতথ্যবিজ্ঞানে প্রথম বিভাগে স্নাতকোত্তর পাশ করলেও সঙ্গীতের প্রতি তার নিষ্ঠা ও ভালোবাসা তাকে মঞ্চতেই সাচ্ছন্দ্য দিয়েছে বারবার। কলকাতা হোক বা দেশের বিভিন্ন প্রান্তে নিজের গান গেয়ে প্রশংসিত হয়েছেন শুভজিৎ,

তাই লাইভ এই অনুষ্ঠানের মাধ্যমেই সকলকে ধন্যবাদ জানাতে চান শিল্পী নিজে। জনপ্রিয়তার পেছনে ছুটে নয় বরং শেখার মাধ্যমে গানবাজনা করে চলাই তার অন্যতম লক্ষ্যমাত্রা। এই অনুষ্ঠানের বিষয়ে শিল্পীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান “দশ বছর হয়তো সেভাবে কিছুই নয়, আমি আরও আরও শিখতে চাই, তবে অনেক প্রতিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে হলেও চেষ্টা করেছি, রিয়্যালিটি শো নয় বরং শুধুমাত্র সিডি, অ্যালবাম বা লাইভ শুনেই যে মানুষগুলো আমার পাশে থেকেছেন, ভালোবাসা দিয়ে চলেছেন তাদের

ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান, আশাকরি সবসময়ের মতো তারা এবারেও পাশে থাকবেন, আমি একা নই আমার পুরো টিম যাদের উদ্যোগেই মূলত এই চেষ্টা, আমরা খুব শিগগিরই সবটা সবাইকে জানাবো।” অপেক্ষার পাশাপাশি বাংলা গানের প্রতিভাবান এই শিল্পীর পথ চলায় অনলাইন নিউজ পার্টনার হিসেবে আমাদের তরফ থেকে রইলো অন্তহীন শুভেচ্ছা।

 

Related posts
বিনোদন

Bengali Cinema's Next Big Thing: 'Sesh Jibon' set to release on 30 August 2024

Staff Reporter – Sesh Jibon’ is an upcoming Bengali film set to release on August 30…
Read more
বিনোদন

Windows unveils the riveting announcement teaser for 'Bohurupi'

Staff Reporter – After much anticipation, Windows has unveiled an exhilarating teaser for…
Read more
বিনোদন

মোহিত মিত্র মঞ্চে সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাটের জন্মদিনে প্রকাশিত হলো প্রথম কাব্যগ্রন্থ "না পদ্যমালা" এবং শিল্পী সুরঞ্জনা চৌধুরীর সিঙ্গল আধুনিক গান" প্রতিটি দিন প্রতিটি রাত "

নিজস্ব প্রতিনিধি – বাংলা সঙ্গীতের…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *