Sunday, 5 January 2025
Trending

বাংলা

ল্যান্ড ট্রাইবুনালের ২৫ তম বর্ষপূর্তি উদযাপন

পারিজাত মোল্লা –

শুক্রবার সল্টলেকে অবস্থিত ল্যান্ড ট্রাইবুনাল আদালতের ২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠান হয়। গত ১৯৯৯ সালে ১৩ আগস্ট ল্যান্ড ট্রাইবুনাল আদালতের পথচলা শুরু। তার আগে ১৯৯৭ সালে এই ভূমি আদালত গঠনের আইন পাশ হয়। যদিও সেসময় এই আইন কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন আইনজীবীদের একাংশ । শেষ পর্যন্ত বাধা বিপত্তি কাটিয়ে বিকাশ ভবনে তিন তলায় শুরু হয় এই ল্যান্ড ট্রাইবুনাল এর পথ চলা। এই আদালতের মুখ্য উদ্দেশ্য অতিদ্রুত মামলার নিষ্পত্তি করা। ৬ মাস সময়সীমার মধ্যে মামলা শেষ করতে হবে। মামলার চাপ বাড়তে থাকায় চিন্তা শুরু হয় নতুন ভবন নির্মাণের এবং তা ফলপ্রসু হয় ২০০৮ সালে। দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভূমি সংক্রান্ত মামলা এখানে হয়।চারটি বেঞ্চ রয়েছে এখানে। এখানকার চেয়ারম্যান হন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি। তার সঙ্গে থাকেন রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত সেক্রেটারি লেভেলের একজন বিচারপতি।অন্য তিনটি বেঞ্চে থাকেন একজন করে বিচারবিভাগীয় মেম্বার । আরেকজন প্রশাসনিক মেম্বার।কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত বর্তমানে চেয়ারম্যান রয়েছেন। গত শুক্রবার ২৫ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ল্যান্ড ট্রাইবুনাল আদালতের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত, বার এসোসিয়েশন এর সম্পাদক বিশ্বপ্রিয় রায়, শ্রী সৌমাব্রত সরকার, শ্রীদিবাকর মুখোপাধ্যায়, শ্রী অরূপ বসু শ্রী তাপস চৌধুরী প্রমুখ ছিলেন। বার এসোসিয়েশন এর সম্পাদক বিশ্বপ্রিয় রায় বলেন -” আমাদের এই আদালতে পরিকাঠামোগত উন্নয়ন দরকার, আশা করছি রাজ্য সরকার এগিয়ে আসবে”।

 

Related posts
বাংলা

সেন্ট জেভিয়ার্স কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৪- এ জেভেরিয়ান পুরস্কারে ভূষিত হলেন ইমরান জাকি

নিজস্ব প্রতিনিধি – ইমরান জাকি…
Read more
বাংলা

The 9th Eastern India Microfinance Summit 2025 to be organized by AMFI-WB in Association with M2i, Equifax, MFIN & Dhan

Staff Reporter – The Association of Microfinance Institutions – West Bengal (AMFI-WB) will be…
Read more
বাংলা

পুস্তক প্রকাশ মনের অজানা রহস্যের খোঁজে ‘অন্দরের ঘর, বাইরের ঘর’

নিজস্ব প্রতিনিধি – আমাদের মনের এমন…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *