Sunday, 22 December 2024
Trending

উৎসব

কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ভারত সংস্কৃতি উৎসব ২০২৪ – এর সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি কলকাতা প্রেস ক্লাব এ অনুষ্ঠিত হল ১৭ তম ভারত সংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন। আগামী ১৮ ই ডিসেম্বর হইতে ২২ শে ডিসেম্বর ২০২৪ অবধি পূর্ব বর্ধমানের টাউন হল ময়দান ও অডিটোরিয়ামে এবং আগামী ২৫ শে ডিসেম্বর হইতে ৩০ শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড এবং হল ও বেহালা শরৎ সদন-এ সকাল ১০টা হইতে রাত্রি ১০ টা অবধি এই উৎসব অনুষ্ঠিত হইবে।
উচ্চ মানের সৃজনশীল ক্রিয়াকলাপের একটি প্রাণবন্ত এবং উচ্চাভিলাষী অনুষ্ঠানের আয়োজন – যার মূলে শাস্ত্রীয় সঙ্গীত সহ সংগীত ও নৃত্য এবং শিল্পকলার একটি অনন্য অনুষ্ঠান উপস্থাপনা করা ।ভারতীয় সংগীত ও কলার প্রচার ,বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্বের শিরোপা বজায় রাখা এবং শিশুমনের সাংস্কৃতিক বিকাশ , কিশোর মন কে ভারতীয় সংস্কৃতির ছায়ায় প্রতিপালন করা , বর্তমান সামাজিক অস্থিরতা হইতে মুক্তির জন্যে ভারতীয় সংগীত ও নৃত্যের মাধ্যমে আপামর জনগনের সাংস্কৃতিক মনের বিকাশ ঘটানো এই উৎসবের মূল লক্ষ্য। এই বছর ১৭ তম জাতীয় এবং ৪৫ তম আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসবের সাংবাদিক সম্মেলনে উৎসবের সভাপতি মাননীয় বিধায়ক শ্রী দেবাশীষ কুমার জানালেন যে , প্রতিদিন সকাল ১০ টা হইতে ৩টি মঞ্চে একযোগে শুরু হবে ভারতীয় সঙ্গীত ও নৃত্যের প্রতিযোগিতা। , এই বছর ভারতের প্রায় ১৬ – ১৭ টি রাজ্য ও ৭ -৮ টি দেশের প্রতিযোগী ও শিল্পীরা অংশগ্রহন করিবেন। প্রায় ৮০০০ জন প্রতিযোগী তৎসহ পুরো উৎসবে প্রায় ৩৫০শিল্পী অনুষ্ঠান করবেন সংস্থার সর্বভারতীয় সম্পাদক পন্ডিত প্রসেনজিৎ পোদ্দার জানান তাছাড়াও এ বছর ভারত সংস্কৃতি উৎসবের নতুন সংযোজন – ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মহাসমারোহ আগামী ২৬শে ডিসেম্বর ২০২৪ হইতে ২৯ শে ডিসেম্বর ২০২৪ প্রত্যহ রাত্রি ৮টা হতে শুরু হইবে এই অনুষ্ঠান । শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে পদ্মবিভূষন পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি, পদ্মভূষন পন্ডিত বিশ্বমোহন ভাটের মোহনবীনা, পদ্মশ্রী শাহিদ পারভেজের সিতার , পন্ডিত কুমার বসু , পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জী ও পন্ডিত সঞ্জয় মুখার্জীর একক তবলা বাদন , পন্ডিত তরুন ভট্টাচার্য ও পন্ডিত রুনু মজুমদারের সন্তুর ও বাঁশির যুগলবন্দী এবং পন্ডিত জয়তির্ত মেবেন্ডি ও ওমকার দাদারকারের খেয়াল পরিবেশন-

এককথায় শাস্ত্রীয় সংগীতের চাঁদের হাট বসছে শীতের কলকাতায় এই উৎসবে । উৎসবের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক সরকার জানালেন যে , এই বছর আমরা ইতিমধ্যে শ্রীলংকা, বাংলাদেশ, থাইল্যান্ড, দুবাই , নেদারল্যান্ড ইত্যাদি জায়গায় আমাদের আন্তর্জাতিক উৎসব – ভারত সংস্কৃতি যাত্রা অনুষ্ঠিত করিয়াছি । এই সমস্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পী ছাড়াও ভারত সংস্কৃতি উৎসব ২০২৩ – এ যেসমস্ত সফল প্রতিযোগী বিনামূল্যে এবছর বিদেশ যাত্রার সুযোগ পেয়েছিলেন এবং বিভিন্ন স্থানাধিকারী সফল প্রতিযোগীরা এইসব অনুষ্ঠানে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছেন , ২০২৫ এও আমাদের ভিয়েতনাম , সিঙ্গাপুর , মালয়েশিয়া , থাইল্যান্ড ও ইউরোপ এ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হইবে। এছাড়া বিগত বছরের ন্যায় সফল প্রতিযোগীদের নগদ পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার , ১ বছরের স্কলারশিপ ও বিনামূল্যে বিদেশে অনুষ্ঠানের সুযোগ দেওয়া হইবে। এদিনের সাংবাদিক সম্মেলনে ভারতীয় সঙ্গীতকলা ও নৃত্যের সমস্ত বিখ্যাত শিল্পীরা উপস্থিত ছিলেন যেমন নৃত্য গুরু অমিতা দত্ত , গুরু কেয়া চন্দ , গুরু মধুমিতা রায় , নৃত্য শিল্পী গুরু সুতপা তালুকদার , গুরু পৌষালি মুখার্জী , গুরু ড: পুষ্পিতা মুখার্জী , গুরু ড: সঞ্চিতা ভট্টাচার্য, ড: অর্কদেব ভট্টাচার্য, বিশিষ্ট তবলা বাদক পন্ডিত মল্লার ঘোষ সহ একঝাঁক সংগীত ও নৃত্যের তারকা গনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ ও পশ্চিমবঙ্গ মাইনোরিটি সেলের চেয়ারম্যান প্রফেসর ড: মুমতাজ সংঘমিতা সহ কলকাতা পৌর সংস্থার বরো চেয়ারম্যান মাননীয় সুদীপ পোল্লে , পৌরপিতা শ্রী রূপক গাঙ্গুলী সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিল্পী বৃন্দ ।

 

Related posts
উৎসব

"প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের উৎসব ও রোজগার মেলা" শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কলকাতার রোটারি সদনে

নিজস্ব প্রতিনিধি – ২রা ডিসেম্বর…
Read more
উৎসব

পল্লিকবি কে নিয়ে স্মরণিকা প্রকাশ অনুষ্ঠিত হতে চলেছে বিধান শিশু উদ্যানে

পারিজাত মোল্লা – আগামী ১৪ ডিসেম্বর…
Read more
উৎসব

বিবেকনাগর ইয়ুথ এসোয়েশনের উদ্যোগে পালিত হল নব কালী পূজা

প্রতিবেদক – শ্রী সমরেন্দ্র পাল (…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *