নিজস্ব প্রতিনিধি –
দোল’ বা ‘হোলি’-র প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’-এর পরিচালনায় ১২ ই মার্চ ২০২৫ কলকাতার ‘শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ’ প্রাঙ্গণে হয়ে গেল ‘রঙ মহোৎসব ২০২৫’ নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য (জয়) বক্সি, শ্রেয়া পাণ্ডে, প্রিয়াঙ্কু পাণ্ডে, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, এলাকার পরিচিত মুখ রাজীব জয়সওয়াল, দীনেশ জয়সওয়াল, গার্গী গুপ্তা, নীতু শা, নেহা রায়, ঋক জয়সওয়াল, অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া, অর্জুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘আইকনিক’-এর পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠান সুচারু ভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন সাথী সরকার, রূপা মালাকার ও মৃত্যুঞ্জয় রায়।

অনুষ্ঠানে আবির খেলা, নাচ, গান, ফ্যাশন শো সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন ধরণের পানীয় ও আহারের এলাহী আয়োজন।