বাগবাজার পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে অবলা পথ কুকুরদের নিয়ে একটি সচেতনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে বাগবাজার পশুপ্রেমী সংগঠন, অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পশুপ্রেমী
বুবুন রায় চৌধুরী, রাকেশ রায়, রাজকুমার সিং, দেবতির্থা দত্ত ও প্রমুখ। এই অনুষ্ঠনটিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিবাজী দে ও চলচ্চিত্র পরিচালক ওম চন্দ এবং সমাজসেবী সৃজনী দত্ত।