খেলাধুলা

তিন দিনের ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হলো উত্তর কলকাতায়

নিজস্ব প্রতিনিধি –

উত্তর কলকাতা জেলার ইন্টার কলেজ স্টেট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়ানশিপ ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়ে গেল ১ থেকে ৩রা মার্চ। কলকাতার বাগমারিতে স্কটিশচার্চ কলেজের খেলার মাঠে উত্তর কলকাতার ২৪টি কলেজের ছাত্রছাত্রীরা প্রায় দশটি স্পোর্টস ইভেন্টে অংশগ্রহণ করেন। নব্বই বছরের

ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া ইন্সটিটিউশন কলেজ এই টুর্নামেন্টের আয়োজন করে। ভিক্টোরিয়া কলেজের ছাত্রীদের একটি ছোট ও মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে প্রতিযোগিতার সূচনা হয়। প্রথম দুদিন ছিল ফুটবল এবং খো-খো টুর্নামেন্ট। তৃতীয়দিন ছিল রান, জ্যাভলিন থ্রো, ডিসকাস

থ্রো, শট-পাট, অ্যাথেলেটিক্স। পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই তিন দিন ব্যাপী প্রতিযোগিতার সমাপ্তি হয়। সরকারি পরিদর্শক শ্রীমতী গিরিজা বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার রিপ্রেসেন্টেটিভ চন্ডী কর তিনদিনই মাঠে উপস্থিত ছিলেন। ভিক্টোরিয়া

কলেজের অধ্যক্ষা ডঃ মৈত্রেয়ী রায় কাঞ্জিলাল বলেন, ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহ প্রতিটি ইভেন্টেই চোখে পড়ে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিযোগিতার পরিচালন গোষ্ঠীর সেক্রেটারি ডঃ বাসরী হালদার, যুগ্ম সেক্রেটারি বাসুদেব সিদ্ধা, কলেজের আই কিউ এ সি-র কো-অর্ডিনেটর ডঃ সুমাল্য কর্মকার, অধ্যাপক ডঃ সুদীপ কুমার সিনহা,ড.শুভেন্দু চন্দ প্রমুখ।

 

Related posts
খেলাধুলা

ইতিবাচক কিন্তু সঠিক মনোভাব দেখানোই মূল : SRH-এর বিরুদ্ধে KKR-এর প্রভাবশালী জয়ের বিশ্লেষণ করলেন বেঙ্কটেশ আয়ার

নিজস্ব প্রতিনিধি – কলকাতা নাইট…
Read more
খেলাধুলা

"দলে অনেক ম্যাচ-উইনার রয়েছে"নিজের মাঠে জয়ের ধারায় ফিরতে দলকে সমর্থন করলেন কেকেআর মেন্টর "ড্ওয়েন ব্রাভো"

নিজস্ব প্রতিনিধি – বাইরের মাঠে…
Read more
খেলাধুলা

ক্ষুদেদের সাঁতার প্রশিক্ষণ "বিধান শিশু উদ্যানে"

মোল্লা জসিমউদ্দিন – বুধবার…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *