Wednesday, 15 January 2025
Trending

ব্যবসা-বাণিজ্য

কলকাতার এক পাঁচ তারা হোটেলে ইউনিচার্ম ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে খুচরো বিক্রেতাদের সামনে নিজেদের উৎপাদিত পণ্যের গুণাগুণ প্রদর্শন করল

নিজস্ব প্রতিনিধি –

লাইফ্রি এক্সট্রা অ্যাবজর্বড প্যান্টস (Lifree Extra Absorved Pants) ও ‘লাইফ্রি কমফোর্ট স্ট্যাণ্ডার্ড’ (Lifree Comfort Standard)- এর কর্মক্ষমতা আজ খুচরো বিক্রেতাদের সমাবেশে হাতে কলমে করে দেখালেন ‘ইউনিচার্ম ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (Unicharm India Pvt. Ltd.) -এর পদস্থ প্রতিনিধিগণ।

নির্মাণ সংস্থা থেকে জানানো হয়েছে, ‘লাইফ্রি এক্সট্রা অ্যাবজর্বড প্যান্টস’গুলো ৬ গ্লাস তরল শুষে নিতে সক্ষম।

আজ কোলকাতার এক বিলাসবহুল হোটেলে সংস্থার ব্যবস্থাপক নির্দেশক বিজয়কুমার চৌধুরী (Vijoy Kumar Chaudhary, Managing Director, Unicharm India Pvt. Ltd.) ও সহ মহাপ্রবন্ধক (রপ্তানি) প্রসেনজিৎ সেনগুপ্ত

[Prosenjit Sengupta, Asst.General Manager (Exports), Unicharm India Pvt. Ltd.] একযোগে জানান, “আজ ১১৮ জন খুচরো ব্যবসায়ীর চোখের সামনে আমাদের বিভিন্ন পণ্যের কর্মক্ষমতা দেখানো হয়েছে।”

বলে রাখা ভালো, কিশোরী, তরুণী, যুবতী হয়ে মধ্যবয়স্কা মহিলাদের মাসের বিশেষ কয়েকটা দিনে অতিরিক্ত স্বাচ্ছন্দ্য দিতে ‘ইউনিচার্ম’ যেমন তাদের পণ্য তৈরী করেছে তেমনই শিশুদের জন্যও এদের ভাঁড়ারে রয়েছে আরামদায়ক পণ্য।

‘ইউনাচার্ম ইণ্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (Unicharm India Pvt. Ltd.) তাদের নিজেদের উৎপাদিত দ্রব্য (Products) নিয়ে যথেষ্ট বিখ্যাত। তাদের ঝুলিতে রয়েছে ‘ম্যামি পোকো’ (Mamy Poko), ‘সোফি’ (Sofy) এবং ‘লাইফ্রি’ (Lifree)-র মতো বিখ্যাত পণ্য।