পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রূপরেখা ডিজিটাল সাকসেস সামিট অনুষ্ঠিত হয়ে গেল কলকাতায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্ট্র্যাটেজি এখন আর কেবলমাত্র নতুন প্রযুক্তির সহায়ক নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ইঞ্জিন।
শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত পূর্ব ভারতের সবচেয়ে বড় এআই ও ডিজিটাল গ্রোথ সম্মেলন “ডিজিটাল সাকসেস সামিট ২০২৫”-এ উঠে এল এই বার্তা।
চতুর্থ বর্ষের এই সম্মেলনে হাজির ছিলেন ৫০০ এর বেশি পেশাদার, যার মধ্যে ৪০০-র বেশি সিইও, ভাইস প্রেসিডেন্ট, উদ্যোক্তা ও বিনিয়োগকারী। এআই-নির্ভর ব্যবসায়িক রূপান্তর, সাইবার সিকিউরিটি ও ডেটা-ভিত্তিক কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন।
আয়োজক সংস্থা ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও অভিষেক রুঙ্গটা বলেন,
“এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি আগামী দিনে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিল্পকলা, স্বাস্থ্য ও শিক্ষা সর্বত্রই নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠবে। কেবল ব্যবসাকে নতুনভাবে কল্পনা করা বা উদ্ভাবন উন্মোচন নয়, বরং দ্রুত বিস্তারের ক্ষেত্রেও এগুলি অপরিহার্য।”
সংস্থার ডিরেক্টর শান্তনু মুখার্জি জানান,
“আজকের দিনে এআই-নির্ভর ডিজিটাল ট্রান্সফরমেশনই দেশের গ্রোথ স্ট্র্যাটেজি। ক্লায়েন্ট-কেন্দ্রিক অভিজ্ঞতা, ডেটা-ভিত্তিক ব্যবস্থাপনা এবং প্রযুক্তি-চালিত সিদ্ধান্ত ভারতের ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে।”
সম্মেলনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সান্তোষ পান্ডা, উমেশ ভূতোড়িয়া ও সুশোভন মুখার্জি
মানিশ বিজ, সুজিত পল, অরিন্দম দত্ত,অলোক মজুমদার প্রমুখ। তাঁদের বক্তব্যে উঠে আসে, আগামী দিনে পূর্ব ভারতের ডিজিটাল অর্থনীতির মূল ভিত্তি হয়ে দাঁড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, এই ডিজিট্যাল সাকসেস সামিট শুধু একটি সম্মেলন নয়, বরং পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রোডম্যাপ।
ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই এআই ও ডিজিটাল কৌশল আগামী দশকে অর্থনৈতিক অগ্রগতির প্রধান হাতিয়ার হয়ে উঠবে।

More From Author

Vijaya Diagnostic Centre Inaugurates State-of-the-Art Centre in Kasba, Kolkata, Featuring the First Advanced 3 Tesla MRI

Tata Steel World 25K Kolkata celebrates a decade of running glory

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *