নিজস্ব প্রতিনিধি –
সোনার দাম যখন সর্বোচ্চ শিখরে, তখন পি.সি. চন্দ্র জুয়েলার্স নিয়ে এলো এক অনন্য সুযোগ। ব্র্যান্ডের নতুন ‘ফ্রিডম অব এক্সচেঞ্জ’ অফারের মাধ্যমে গ্রাহকরা তাঁদের পুরনো সোনার গয়না বদলে প্রতি গ্রামে পাবেন অতিরিক্ত ৫% মূল্য।
এই অফারটি তাঁদের জন্য আদর্শ, যাঁদের গয়নার ডিজাইন পুরনো হয়ে গেছে, কলেকশন আপগ্রেড করতে চান অথবা আজকের বাজারে নিজের সোনাকে আরও সঠিকভাবে কাজে লাগাতে চান।
পি.সি. চন্দ্র জুয়েলার্স-এ পুরনো সোনার এক্সচেঞ্জ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও গ্রাহক-বান্ধব। বিশ্বাস আর প্রকৃত মূল্যের প্রতিশ্রুতি দিয়ে এই অফারটি চলবে ২৪শে আগস্ট, ২০২৫ পর্যন্ত।
এই অফার দেশের ৭০টিরও বেশি শোরুমে প্রযোজ্য, যার মধ্যে রয়েছে কলকাতা, মুম্বই, দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু, আহমেদাবাদ, জামশেদপুর, রাঁচি, পাটনা, আগরতলা, ভুবনেশ্বর এবং পশ্চিমবঙ্গের একাধিক শহর। শুধু তাই নয়, গ্রাহকরা হিরের মূল্যে অতিরিক্ত ১০% ছাড়-ও পাবেন, যা এই অফারকে করবে আরও আকর্ষণীয়।
পি.সি. চন্দ্র জুয়েলার্স সম্পর্কে
১৯৩৯ সালে প্রতিষ্ঠিত পি.সি. চন্দ্র জুয়েলার্স আজ ভারতের অন্যতম শীর্ষ গয়নার ব্র্যান্ড। ৮৫ বছরের ঐতিহ্য, উৎকৃষ্ট কারিগরি দক্ষতা এবং বিশুদ্ধতার প্রতিশ্রুতির জন্য প্রসিদ্ধ এই ব্র্যান্ডের ৭০টিরও বেশি শোরুম রয়েছে সারা দেশে। সোনা, হিরে, প্ল্যাটিনাম ও রুপোর সমৃদ্ধ সংগ্রহের মাধ্যমে ব্র্যান্ডটি যুগের পর যুগ গড়ে তুলেছে বিশ্বাস ও আভিজাত্যের এক অনন্য উত্তরাধিকার।