Wednesday, 4 December 2024
Trending

লাইফ স্টাইল

সত্যজিৎ রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো তৃতীয় চন্দ্রকলা নৃত্য উৎসব-২৪

নিজস্ব প্রতিনিধি –

প্রয়াত গুরু গিরিধারী নায়ক ওড়িশি নৃত্যের প্রতি আজীবন সমর্পিত ছিলেন উঁহার শৈলীতে বিবিধতা ছিল
আইসিসিআর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ওড়িশি আশ্রম কি তৃতীয় চন্দ্রকলা নৃত্য উৎসব – ২০২৪ -এর আয়োজন করা হয়। বিখ্যাত ওড়িশি নৃত্য গুরু গিরিধারী নায়ক স্মৃতিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু শ্রীমতি

শিলতা দাস, শ্রেষ্ঠ অভিনেত্রী ও মণিপুরী উদ্যোক্তা ড. দেবলীনা কুমার, গুরু শুভাশীষ ভট্টাচার্য, সুস্মিত ভট্টাচার্য, রাহুল দেব মণ্ডল, অনুসাসুর মণ্ডল, বিখ্যাত মণিপুর অভিযাত্রী কুহুলিকা বসু। উৎসবের বিশেষ অতিথি এবং বিধায়ক দেবাশীষ কুমার অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বলেন, “গুরু গিরিধারী নায়ক সারা জীবন ওড়িশি নৃত্যের প্রতি নিবেদিত ছিলেন। তার শৈলীতে ছিল বিবিধতা। সর্বপ্রথম উড়িষী আশ্রমের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয় এবং তারপরে মহারি জগন্নাথ আরাধনা, শিবস্মৃতি। অতিথিদের

স্বাগত জানান ওড়িশি আশ্রমের সভাপতি গুরমা তমালিকা নায়ক। ধন্যবাদ জ্ঞাপন উপস্থাপন করেন ওড়িশি আশ্রমের সম্পাদিকা প্রখ্যাত নৃত্যশিল্পী সুজাতা নায়ক। এদিন প্রধান অতিথি ওড়িশি নৃত্যে অবদানের জন্য ওড়িশি নৃত্যগুরু শিলতা দাসকে গুরু গিরিধারী নায়ক স্মৃতি সম্মান-২৪ প্রদান করেন। চন্দ্রকলা সম্মান-24 প্রদান করা হয় ডঃ দেবলীনা কুমার, গুরু শুভাশীষ ভট্টাচার্য, সস্মিতা ভট্টাচার্য, রাহুল দেব মন্ডল, অনুসাসুর মন্ডল, কুহুলিকা বসুকে।