নিজস্ব প্রতিনিধি –
দেবেশ রায়চৌধুরী, গৌরীনাথ বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধিমান খাঁ, ইফতি সাম-এর মতো টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর নবীন প্রবীণ একাধিক অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতিতে ‘তুফান ফিল্ম অ্যাণ্ড টেলিভিশন নেটওয়ার্ক’ প্রযোজিত এবং শিবপ্রসাদ রায় নির্দেশিত বাংলা কাহিনীচিত্র ‘মুন্না’-র শুভ মহরত হয়ে গেল টালিগঞ্জে।
প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “এই কাহিনীচিত্রের মাধ্যমে রুপালি পর্দার জগতে পদার্পণ করতে চলেছে তৃষাণ রায় ও ডোনা জানা।”
মুন্না ছবির দৃশ্যগ্রহণের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে নির্দেশক শিবপ্রসাদ রায় জানিয়েছেন, “এই বছরের শেষের দিকে মুক্তি পাবে আমার নির্দেশিত তিনটে কাহিনীচিত্র। জুন মাসে মুক্তি পাবে ‘আলকাশ’, সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘এই তুমি কী আমায় ভালবাস’ এবং অক্টোবরে মুক্তি পাবে ‘অমাবস্যার চাঁদ’।”