Saturday, 15 March 2025
Trending

বিনোদন

শারদীয়ার প্রাক্কালে দমদম নাগেরবাজার যশোর রোডের কাছে শুরু হল BDA ডান্স একাডেমি

নিজস্ব প্রতিনিধি –

নৃত্যশিল্পী ও জি বাংলার জনপ্রিয় কোরিওগ্রাফার বিজেন স্যার এর নাচের স্কুল ( বিজেন্ ড্যান্স একাডেমি ) নতুন রূপে শুরু করলো দমদম নাগেরবাজার যশোর রোডের কাছে এদিন সকাল থেকে পূজা অর্চনা মধ্যে দিয়ে উদ্বোধন করেন বীজেন স্যার নিজের হাতে ফিতে কেটে । উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পীরা , একাডেমির ছাত্র-ছাত্রীরা এবং তাদের পরিবারের সদস্যরা এছাড়া আরও অনেকে।
এরপর নানা জনপ্রিয় হিন্দি ও বাংলা গানের আসর জমিয়ে দেন একাডেমির ছাত্র-ছাত্রীরা।

একাডেমির কর্ণধার ও কোরীয় গ্রাফার বিজেন স্যার বলেন এটা তার অনেকদিনের ইচ্ছা ও স্বপ্ন ছিল আজ সেটা সম্পূর্ণ করতে পেরে নিজে ও তার পরিবার খুবই খুশি বলে জানান। তাছাড়া তার বিভিন্ন জায়গায় যে সমস্ত অ্যাকাডেগুলো আছে

সেখান থেকে অনেক ছাত্রছাত্রীরা বড় প্লাটফর্মে পারফর্ম করার সুযোগ পেয়েছেন আগামী দিনে তার কাছে যারা নাচ শিখবেন তাদেরকেও সেই লক্ষ্যে পৌঁছে দেওয়ার চিন্তাধারা নিয়ে তিনি এগিয়ে যাবেন।

এই দীর্ঘ সফরে প্রচুর শিক্ষার্থীর সঙ্গে আমরা নিজেকে যুক্ত রাখতে পেরেছি। নিজেও শিখতে পেরেছি অনেক কিছু।”দেখুন, নাচ শেখার ক্ষেত্রে কোনও বয়সের বাধা নেই। অনেক ছাত্র ছাত্রী আছেন, যারা চাকরি করে তারপর স্রেফ আনন্দের জন্য, সৃজনশীলতার জন্য নাচের মাধ্যমে নিজেকে মেলে ধরেছে। আমি চাই, ছাত্রছাত্রীরা নাচ শিখুক, সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেদের মেলে ধরুক, জীবনে আনন্দে থাকুক। 

 

Related posts
বিনোদন

আই,সি,সি আর এ প্রিমিয়ার শো হয়ে গেল সল্পে দৈর্ঘ্যের বাংলা ছবি "আলো"র

নিজস্ব প্রতিনিধি – ১৩ তম…
Read more
বিনোদন

আগামী বাংলা নববর্ষের প্রাক্কালে অভিনেত্রী দেবলীনা দত্ত গায়িকা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে

নিজস্ব প্রতিনিধি – আগামী বাংলা…
Read more
বিনোদন

শিবপ্রসাদ রায় নির্দেশিত বাংলা কাহিনীচিত্র 'মুন্না'-র শুভ মহরত হয়ে গেল টালিগঞ্জে

নিজস্ব প্রতিনিধি – দেবেশ রায়চৌধুর…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *