উৎসব

শতবর্ষ উদযাপন বেলেঘাটা শুঁড়া কন্যা বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি –

নারীদের  শিক্ষাক্ষেত্রে উন্নতি নিয়ে এই বাংলায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে  বেলেঘাটা ফুলবাগানে শুঁড়া কন্যা বিদ্যালয় অন্যতম। পুঁথিগত শিক্ষার সাথে নারীদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য অন্যান্য বিষয়েও শিক্ষা দান করে এই বিদ্যালয়। ১ জানুয়ারি বুধবার বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হলো। ইংরেজি নববর্ষ ২০২৫ এর প্রথমদিনে এই বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজিত হয়। শুঁড়া কন্যা বিদ্যালয় ছোট বাড়ি ও বড় বাড়ি মিলিয়ে কয়েক হাজার ছাত্রী, শিক্ষক, স্কুলের কর্মীবৃন্দ সহ প্রাক্তন শিক্ষিকা ও ছাত্রীগণ এবং

অভিভাবকরাও এই নয়নাভিরাম শোভাযাত্রায় সামিল হয়েছিলেন। বেলেঘাটার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই শোভাযাত্রা। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের পোশাক পরিচ্ছদ সহ অন্যান্য বিভাগের ছাত্রীদের নিয়ে নাচ গান সহ শোভাযাত্রা এক কথায় অনবদ্য। ছোট শিশুদের সাজ পোশাক পথ চলতি জনগণের নজর কেড়ে নেয়। ব্রিটিশ শাসনকাল থেকেই নারী শিক্ষার প্রসারে এই বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। প্রতিবছর শিক্ষা ক্ষেত্রে এখানকার ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যথেষ্টই উল্লেখযোগ্য। সারা বিশ্বজুড়ে এই বিদ্যালয়ের কৃতি ছাত্রীরা সর্বক্ষেত্রে কৃতিত্বর স্বাক্ষর রেখেছে।  এদিনের শোভাযাত্রায় বিশেষ ভূমিকায় দেখা গেল শুঁড়া সংস্কৃতি সংসদ কে।

 

Related posts
উৎসব

Reignite Your Passion, excitement is Back

Staff Reporter – The wait is finally over – it’s that time of the year again!
Read more
উৎসব

১৫ তম দাওয়াত-ই-ইফতার আয়োজনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন

গোপাল দেবনাথ – অল ইন্ডিয়া হিউম্যান…
Read more
উৎসব

পর্বতারোহী পিয়ালী বসাক তার আগামী পর্বত অভিযানের আগে কলকাতার আইকনিকের অফিসে সাক্ষাৎ করে গেলেন

নিজস্ব প্রতিনিধি – পর্বতারোহ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *