নিজস্ব প্রতিনিধি –
মধু অমাবস্যা তিথিতে ৪০ তম বর্ষপূর্তি ও বার্ষিক পুনর্মিলন উৎসব অনুষ্ঠান উদযাপন করল হাওড়ার ছাতুবাবুর ঘাট পার্শ্বস্থ ‘শ্রী শ্রী মা কালী উদ্যান’ ব্যবস্থাপনায় শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র।
‘শ্রী শ্রী মা কালী উদ্যান’-এর স্থপতি অষ্টমকুমার চক্রবর্তী আজ সংবাদমাধ্যমকে জানান, “আজ থেকে ৪০ বছর আগে এখানেই স্থাপিত হয়েছিল দক্ষিণা কালিমাতার এই মন্দির।”
মন্দিরের অন্যতম সদস্য তথা বিশিষ্ট জ্যোতিষ সংস্থা ‘শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র’-র কর্ণধার বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু জানান, “উৎসব উপলক্ষ্যে আজ সারাদিন ধরে নানান ধর্মীয় কার্যকলাপের ব্যবস্থা রেখেছে ‘শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র’।
উৎসব উপলক্ষ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নেমেছিল। উৎসব আয়োজক সংস্থা’শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র’ র কর্ণধার বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডঃ নীলাদ্রি নারায়ণ বসু মতে, “আজ ১০ হাজার ভক্তর হাতে মায়ের প্রসাদ রূপে মধ্যাহ্নভোজ তুলে দেওয়া হয়।”