নিজস্ব প্রতিনিধি –
নতুন বাহার নিয়ে বাহাত্তর এর পদার্পণ পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পূজা কমিটি পার্ক সার্কাস ময়দান এর দুর্গা পূজার খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয় গেলো “বাহারে বাহাত্তরের”।
এবার মণ্ডপ গড়ে উটছে তেলেঙ্গানার এক মন্দির এর আদলে সেই সাবেকি পাঁচ চালার প্রতিমা এবারের প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্র পাল ।
প্রতিবছরের মতন এবার ও একমাস ব্যাপী মেলার আয়োজন থাকছে , থাকছে সংস্কৃতিক অনুষ্ঠান পুজোর পাঁচ দিন,থাকছে নবমীর সকালে কুমারী পুজোর আয়োজন , থাকছে একাদশীর সকালে সিঁদুর খেলা ।
প্রতিবছরের মতন প্রতিমা মান উন্মোচন হবে চতুর্থর বিকেলে এবং নিরঞ্জন শোভাযাত্রা একাদশীর দিন বেরোবে পার্ক সার্কাস ময়দান থেকে যাবে গড়িয়াহাট হয়ে প্রতি বছরের মতন জানালেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী অমিয় ভট্টাচার্য্য ও শ্রী হেমন্ত দে মহাশয়।
ক্লাব এর সভাপতি শ্রী দেবাশীষ কুমার মহাশয় সকল কে আওভান জানালেন এই বাহাত্তর বছরটা যাতে বাহারে কাটে।