নিজস্ব প্রতিনিধি –
সল্টলেক-এর আইএনআইএফডি (INIFD Saltlake) -তে শুরু হল ত্রিদবসীয় ‘অ্যানুয়াল ফ্যাশন অ্যাণ্ড লাইফস্টাইল এক্জিবিজন এক্সপ্লোডিয়া ‘২৩অনুষ্ঠানের শুভারম্ভ করেন খ্যাতনামা ডিজাইনার অভিষেক রায়।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, “বাৎসরিক অনুষ্ঠানে ছাত্রছাত্রী সহ জনগণের মনোরঞ্জনের জন্য উপস্থিত থাকবেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেতা ও অভিনেত্রী অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়ঙ্কা সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘আইএনআইএফডি সল্টলেক’-এর এই বছরের বাৎসরিক অনুষ্ঠানের ভাবনা ‘এক্সপ্লোডিয়া’ (Theme of this year Explodia)
‘স্বদেশী’ (Swadeshi) -কে পাথেয় করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সমবেত ভাবে উপস্থাপন করেছেন ‘এক্সপ্লোডিয়া’
সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, “কমবেশি ৩৫০ ছাত্রছাত্রী ১৬ টা বিভাগের উপর সাজিয়েছেন তাঁদের বাৎসরিক প্রদর্শনী।”
প্রদর্শনীর উদ্বোধক অভিষেক রায়-কে সামনে একটি ক্যালেন্ডার প্রকাশ করে ‘আইএনআইএফডি সল্টলেক’ কর্তৃপক্ষ।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম অধ্যাপক জন সেনগুপ্ত জানালেন “বিশ্বের দরবারে খ্যাতনামা এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা এই বছর যে প্রদর্শনী উপস্থাপন করেছে তা বহির্বিশ্বের নিরিখে কোনো অংশে কম নয়।”
অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের অপর ব্যক্তিত্ব অর্ণব রায় (Arnab Roy, Professor, INIFD Saltlake) নিজের বক্তব্য পেশ করতে গিয়ে জানিয়েছেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককুল ও শিক্ষাকর্মীদের সহায়তা নিয়ে ছাত্রছাত্রীরা যে প্রদর্শনী উপস্থাপন করেছে তা সত্যি প্রশংসার যোগ্য।” তিনদিন ধরে চলবে আমাদের এক্সিবিশন সকলকে সাদর আমন্ত্রণ।