Wednesday, 5 February 2025
Trending

বিনোদন

অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আসন্ন বাংলা ছায়াছবি “হিরো” শুভ মহরৎ এর পূজা অনুষ্ঠিত হল

নিজস্ব প্রতিনিধি –

ছবির মুখ্য চরিত্রের নাম রানা যিনি একজন পিতা। কিন্তু তার ছেলের কাছে হয়ে ওঠে একজন হিরো। তবে বাস্তব বড়োই কঠিন। তাই তার ছেলের কাছে হিরো হয়েও তাদের স্বপ্ন পূরণ করতে পারে কিনা এটাই দেখার। এই ছবি মূলত ইন্সপায়ার হয়েছে বিখ্যাত ইতালিয়ান ছবি ” বাই সাইকেল থিপ” থেকে।
এইছবির গল্প লিখেছেন সম্রাট রায়। ছবির পরিচালক

রেজোন রায় জানান শীঘ্রই ছবিটি শুটিং ফ্লোরে যাচ্ছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রণব বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছেন অভিনিশ ও তিওয়ারি। ফীল মেকার প্রোডাকশন হাউস এর ব্যানারে ছবিটি মুক্তি পাবে এমন তাই জানা যাচ্ছে। তবে ফিল্ম টি প্রথমে বিভিন্ন দেশে ও বিদেশের ফেস্টিভ্যাল ঘুরবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।