C.P.D.R. ইন্ডিয়া, হিউম্যান রাইটস অর্গানাইজেশন,দ্বারা পালিত মানবাধিকার দিবস

Spread the love

নিজস্ব প্রতিনিধি –

১০ ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস C.P.D.R. ইন্ডিয়া, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, দ্বারা পালিত হয়। সিপিডিআর-এর জেনারেল সেক্রেটারি শ্রী অতীন্দ্র ঘোষের নেতৃত্বে মহা ধুমধাম করে এসপ্ল্যানেডে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত বিশিষ্ট ব্যক্তিদের গ্যালাক্সির মধ্যে আইপিএস সুজয় কুমার চন্দ, শেলী মুখার্জি,

ড. গীতাঞ্জলি মুখার্জি, সুদেষ্ণা রায়, পদ্মিনী দত্ত শর্মা, পৌষমিতা গোস্বামী, সুভোদীপ রায়, আইপিএস রবীন্দ্রনাথ সরকার এবং অন্যান্যরা। C.P.D.R এর অনুগত সদস্য এবং শুভাকাঙ্ক্ষী ভারত দিনব্যাপী জনসভায় ভিড় করেছিল।

More From Author

INR. 24.90 Lac raised at the Tata Steel World 25K Kolkata by 30 NGOs

TSW 25K International Events Ambassador Sol Campbell with the Arsenal Fans on Arrival to Kolkata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *