Site icon News Bengal Online

৭৮ তম স্বাধীনতা দিবস পালন করল কাশিপুর গান এন্ড শেল ফ্যাক্টরি

নিজস্ব প্রতিনিধি –

কাশীপুর গান এন্ড শেল ফ্যাক্টরিতে মহাসমারোহে পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে সকালে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন গান এন্ড শেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সুবীর কুমার সাহা । স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানে কারখানার সকল স্তরের কর্মচারীরা যোগ দেন। ভারত সরকারের নির্দেশমতো ‘মায়ের নামে একটি গাছ’ অনুষ্ঠানে কর্মচারীরা বিপুল উৎসাহে যোগদান করেন। কারখানার বিভিন্ন জায়গায় এবং কর্মচারীরা তাদের আবাসস্থলে প্রায় তিন হাজার চারাগাছ রোপন করেন। এছাড়াও সকল স্তরের কর্মচারীরা

মহাসমারোহে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে যোগ দেন গত ১৩ই আগস্ট থেকে। এই উপলক্ষে সকল স্তরের কর্মীবৃন্দ তাদের আবাসস্থলে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় পতাকার সাথে সেলফি ছবি বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করেন। গত ১২ ই আগস্ট কারখানাতে পালিত হয় ‘নেশা মুক্ত ভারত অভিযান’। এই উপলক্ষে সকল স্তরের কর্মচারীরা নেশা মুক্ত ভারত গঠনের শপথ বাক্য পাঠ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গান এন্ড শেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার সুবীর কুমার সাহা কারখানার সকল স্তরের কর্মীদের সপ্তাহব্যাপী বিভিন্ন জাতীয়তাবাদী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ভুয়সী প্রশংসা করেন।

Exit mobile version