Site icon News Bengal Online

২রা এপ্রিল কলকাতার সার্কিট হাউসে প্রায় ১০০ জন চাকরীপ্রার্থী দের নিয়ে কোচিং ক্লাস ও মকটেষ্ট এর আয়োজন করলেন “প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন”

নিজস্ব প্রতিনিধি –

পাবলিক সার্ভিস কমিশনের ইঞ্জিনিয়ারিং পদে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিনামুল্যে কোচিং শুরু করলেন বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ইন্জিনিয়াররা। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন, “প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন” এর উদ্যোগে এই কোচিং ক্লাস শুরু হয়েছে বিগত কয়েকমাস আগে। ২রা এপ্রিল (রবিবার) কলকাতার

সার্কিট হাউসে প্রায় ১০০ জন চাকরীপ্রার্থী দের নিয়ে কোচিং ক্লাস ও মকটেষ্ট এর আয়োজন করা হয়। সেখানে ক্লাস নেন পলিটেকনিক কলেজের অধ্যাপক ও বিভিন্ন সরকারি দপ্তরের ইন্জিনিয়াররা। অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারন সম্পাদক ইঞ্জি: দেবরাজ সিংহ রায় বলেন, “পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইন্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর পর থেকেই অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই কোচিং ক্লাস শুরু করা হয় ও নিয়মিত মক টেস্ট নেওয়ার ব্যাবস্থা করা হয় আমাদের অ্যসসিয়েশনের তরফ থেকে।

অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের অনেক মেধাবী ছাত্ররা সঠিক গাইডেন্স এর অভাবে এই চাকরীর পরীক্ষায় চূড়ান্ত সফল্য লাভ করতে পারে না। একজন ইন্জিনিয়ার হিসেবে এটা আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পরে যে আগামী দিনে যে সমস্ত ইন্জিনিয়ার ভাই ও বোনেরা এই সার্ভিসে আসতে চলেছে তাদের সঠিক গাইড করা। আগামী ১৪ই মে পি. এস. সি জুনিয়র ইন্জিনিয়ার পরীক্ষার সম্ভাব্য দিন ধার্য্য করা হয়েছে, সমস্ত পরীক্ষার্থীকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”

Exit mobile version