Site icon News Bengal Online

হিতৈসির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হলো উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটে

নিজস্ব প্রতিনিধি –

সীতারাম ঘোষ স্ট্রিট হিতৈসির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল, ৫০ জন পুরুষ এবং ২৭ জন মহিলা মোট ৭৭ জন এই শিবিরে রক্ত দান করেছে। উপস্থিত ছিলেন ক্রিকেটার শ্রী সম্ম্বরন ব্যানার্জি, পৌর

প্রতিনিধি বিশ্বরূপ দে, সুপর্ণা দত্ত, হিন্দু সৎকার সমিতির সম্পাদক শ্রী সঞ্জয় রায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version