Site icon News Bengal Online

সম্প্রতি জাপানের টোকিওতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করা হলো মহা সমারহে

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি, জাপানের টোকিয়োয় সোগো-কুমিন কমিউনিটি সেন্টারে India (Bengal) Cultural Association Japan (সংক্ষেপে IBCAJ) গত ১ জুন ২০২৪, রবীন্দ্র-নজরুল জয়ন্তীর আয়োজন করেছিল তাদের “আনন্দধারা” নামক অনুষ্ঠানের মাধ্যমে। IBCAJ 2011 সালে ভারত ও জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টোকিয়োতে ভারতীয় দূতাবাসের কন্সুলার শাখার বিশেষ কূটনৈতিক প্রতিনিধি শ্রী ধীরজ মুখিয়া ও ভারতীয় দূতাবাসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং “রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন ইউনেস্কো রেজিস্ট্রেশন সেলিব্রেশন গ্রুপ”-এর অধ্যক্ষা ও Japan-India Women’s Forum (JIWF)-এর কার্যনির্বাহী প্রধান শ্রীমতী তামিকো ওবা।
প্রধান অতিথিবর্গের রবীন্দ্রমনস্কতার প্রাসঙ্গিকতা নিয়ে বিবৃতি ও মঙ্গলদীপ প্রজ্বলন-এর মাধ্যমে সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠানটি শুরু হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় IBCAJ-এর উদ্বোধনী পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতির মধ্য দিয়ে, যার সঙ্গে নৃত্যও ছিল । এরপর প্রায় দুই ঘণ্টা ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল “বৈচিত্র্যময়ী বসন্ত” – গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে রবীন্দ্র-নজরুল ভাবনায় বসন্তের প্রকাশ যা দর্শকদের অকুণ্ঠ করতালি কুড়িয়েছে। এই বছর IBCAJ- এর শিশুশিল্পীদের রবীন্দ্রনাথের কবিতা আর গান দিয়ে কাব্যনৃত্য আর কিশোর শিল্পীদের নজরুলগীতি দর্শকরা অত্যন্ত উপভোগ করেছেন।
উল্লেখ্য যে, IBCAJ-এর সদস্যরা তাদের ব্যস্ত সময়সূচী সত্ত্বেও এই অনুষ্ঠানকে সর্বাত্মক প্রচেষ্টায় সফল করেছেন। এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালি আর স্থানীয় জাপানী মিলিয়ে একশোজনেরও বেশি লোক জড়ো হয়েছিল। IBCAJ-এর সভাপতি শ্রীস্বপন বিশ্বাস বলেন, এই অনুষ্ঠানের সাফল্য নির্ভর করেছে সদস্যদের প্রচেষ্টার উপর এবং অদূর ভবিষ্যতে তারা আরও আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।

Exit mobile version