Site icon News Bengal Online

সঙ্গীত জীবনের দশ বছর পূর্তিতে শুভজিৎ এর একক

নিজস্ব প্রতিনিধি –

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দুমতী সভাগৃহে উদযাপিত হলো বাংলা গানের এইপ্রজন্মের অত্যন্ত জনপ্রিয় শিল্পী শুভজিৎ এর সঙ্গীত জীবনের দশ বছর পূর্তিতে শুভজিৎ এর “একে একে এগারো”।

বাংলা গানের অসংখ্য শ্রোতার পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট তালবাদ্য শিল্পী ও সঙ্গীত পরিচালক পন্ডিত মল্লার ঘোষ, অভিনেতা সোহম বসু রায় চৌধুরী, বিহান মিউজিক এর কর্ণধার শ্রীমতী নবনীতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী কাবেরী ঘোষ সহ প্রমুখ বিশিষ্টবর্গ। আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত থাকতে না পারলেও শুভজিৎ-

কে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার মাননীয় মহানাগরিক ও রাজ্যের মাননীয় মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, সঙ্গীত শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় সহ প্রমুখ বিশিষ্টজনেরা।

এদিন সন্ধ্যায় জমজমাট একক সঙ্গীতানুষ্ঠানে শিল্পীর একের পর এক বাংলা গান যা মুগ্ধ করে শ্রোতাদের পাশাপাশি শুভজিৎ এর কথা ও সুরে, গাওয়া এবারের পুজোয় তার নতুন বাংলা গান ‘অভিমানী’-র আত্মপ্রকাশ করা হয় এই মঞ্চ থেকেই যেখানে শুভজিৎ দে অফিসিয়াল এর সকল সদস্যদের হাত দিয়ে প্রকাশ করা হয় যা আদতেই এক দৃষ্টান্ত সৃষ্টি করলো, বিশেষ করে তার টিমের সকলের প্রতি তার সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

বাংলা গানের এমন সময়েও তিনি যে হাল ছেড়ে দেওয়ার নন তা গত এগারো বছরে প্রমাণ করেছেন শিল্পী নিজেই, যা তার একের পর এক মৌলিক গান সৃষ্টির ধারাবাহিকতা ও উপস্থিত সকল বিশিষ্টজনেদের কথাতেও স্পষ্ট। এ প্রসঙ্গে শুভজিৎ এর কাছে জানতে চাওয়া হলে তার কথায় ” মৌলিক বাংলা গান আমার বিশেষ পছন্দের কারণ সেখানে আমি আমার নিজস্বতাকে তুলে ধরতে পারি, নিজের মতো করে বলতে

পারি, তবে একজন শিল্পীর কাজ হতে পারে গান লেখা, সুর করা এবং গাওয়া কিন্তু বর্তমানে সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছোবে সেটা নিয়েও ভাবতে হচ্ছে যেটা খুবই সমস্যার, তবে সকলকে পাশে পেলে আবারও বাংলা গান এক নতুন দিগন্ত দেখাবে এটাই একমাত্র আশা, এগারো বছর হয়তো অতটাও নয় তবে এ ক’বছরে সকলের যে ভালোবাসা আমি পেয়েছি তাদের কৃতজ্ঞতা জানাতেই মূলত এই অনুষ্ঠান, সকলে পাশে থাকবেন”।।

ছবি – সৌজন্যে অমলেশ পাল।

Exit mobile version