নিজস্ব প্রতিনিধি –
কলকাতার রোটারি সদনে শিক্ষার ভবিষ্যৎ নিয়ে একটি সেমিনারের আয়োজন করে ভারত এডুক্যাটিভা। দুই-সেশনের সেমিনারে ডিজিটাল মার্কেটিং, ব্লকচেইন এবং শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতির বিষয়ে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মতো বিষয়গুলি কে কভার করা হয়। সেমিনারে প্যানেলিস্টদের মধ্যে ছিলেন শ্রী শিশির বাজোরিয়া – এসকে বাজোরিয়া গ্রুপের চেয়ারম্যান, শ্রী সংকর্ষন বসু,
প্রফেসর আইআইএম-বি এবং বর্তমানে অমৃত মোদী স্কুল অফ ম্যানেজমেন্টের ডিন, শ্রী দেবাঞ্জন চক্রবর্তী ডিরেক্টর ব্রিটিশ কাউন্সিল পূর্ব ও উত্তর পূর্ব ভারত, শ্রী নন্দন সেনগুপ্ত, প্রফেসর কেমব্রিজ মার্কেটিং , ড. দেবনীতা চক্রবর্তী, ইংরেজির অ্যাসোসিয়েট প্রফেসর, শ্রী শিক্ষায়তন ইউনিভার্সিটি, শ্রীমতি অমিতা প্রসাদ, ডিরেক্টর, ইন্ডাস ভ্যালি ওয়ার্ল্ড স্কুল, শ্রী জন এ. বাগুল প্রফেসর সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এবং শ্রী সরোজেশ মুখার্জি প্রফেসর কেমব্রিজ স্কুল।