Site icon News Bengal Online

শারদীয়ার আনন্দ এবার ক্ষুদেদের দেওয়াল পত্রিকায়

নিজস্ব প্রতিনিধি –

“আমার দুর্গা হলদে শাড়ি শুকায় বাড়ির ছাদে, আমার দুর্গা সব যন্ত্রণা একলাই বুকে বাঁধে।আমার দুর্গা ঘরে সংসারে অক্লান্ত খেটে চলে,আমার দুর্গা একটু কষ্টে ডাকে আয় খোকা বলে ”।ক্ষুদে মনের গভীর কল্পনা – ভাবনা – ভ্রমণ অভিজ্ঞতার সমাহার নিয়ে এবারের দেওয়াল পত্রিকা প্রকাশিত করেছে শিয়ালদহ সংলগ্ন টাকি গার্লস প্রাথমিক বিদ্যমান কর্তৃপক্ষ। আসন্ন দুর্গাপূজার বিভিন্ন থিম নিয়ে ক্ষুদে পড়ুয়াদের আঁকা ছবি, তাদের অবুঝ মনের লেখা ছড়া প্রত্যেকের শৈশবের

অতীত যেন ‘জীবন্ত’ হয়ে উঠে।এবারের বাৎসরিক দেওয়াল পত্রিকায় কেউ লিখেছে দুর্গাপূজাতে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা, কেউ লিখেছে ছড়া, কেউবা এঁকেছে নদীর তীরে মা দুর্গার বিসর্জনের ছবি। টাকি গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানান -” পঠনপাঠনের পাশাপাশি ক্ষুদেদের সুপ্ত প্রতিভা কে বিকশিত করতে এই ধরনের দেওয়াল পত্রিকা হয়ে থাকে”। অভিভাবকরা জানাচ্ছেন – ” ওদের কবিতা – ছবি – ভ্রমণ বৃত্তান্ত সমৃদ্ধ দেওয়াল পত্রিকাতে প্রকাশ পাওয়াতে ওরা খুব আনন্দে হুল্লোড়ে থাকে”।

Exit mobile version