Site icon News Bengal Online

মানবতার নজিরে যোগ দিবস পালন ভারত সেবাশ্রম সংঘের

নিজস্ব প্রতিনিধি –

জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়গত বিভাজন ভুলে এক মানবতার সংকল্পে সমবেত হয়ে যোগ দিবস পালন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের দক্ষিণ ২৪ পরগণা জেলায় ৫২টি যায়গায় ও ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে একসাথে এক সময়ে বিশ্ব

যোগ দিবস পালিত হয়।এছাড়া অন্যান্য জেলাতেও এদিন সকালে যোগ দিবসে অংশ নেন সঙ্ঘের সন্নাসী স্বেচ্ছাসেবক ও সাধারন মানুষ। মানব সংস্কারের পথে সামিল হয়ে শিক্ষক শিক্ষিকা, ছাত্র,ছাত্রী ও গ্রামের মায়েরা একসাথে মিলিত হয়ে যোগ দিবস পালন করেন। দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে অবস্থিত মন্মথপুর প্রণব মন্দিরের সাথে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চ ও কানমারী প্রণবানন্দ

বিদ্যামন্দিরে সমবেত হয়ে আলাদা আলাদা ভাবে এই বিশ্ব যোগ দিবস পালন করেন। স্বামী প্রণবানন্দজী মহারাজের ধর্মের ভিত্তিতে জাতি গঠনের প্রয়াস, জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ, স্থির মন অনুভুতি এবং বিবেকের দৃঢ় নিয়ন্ত্রণ, সুস্থ সবল ও দীর্ঘায়ু করার সংকল্প নিয়ে এই যোগ সাধনায় অংশ নেন সকলে। এলাকায় সাধারন মানুষের মধ্যেও এই যোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয় মন্মথপুর প্রণব মন্দিরের পক্ষ থেকে।

Exit mobile version